পবিত্র ভালবাসা
- রুহুল আমীন রৌদ্র

ভালবাসা,
কখনো প্রত্যাশা,
কখনো আবছা কুয়াশা,
কখনো ঘোর নিরাশা ।
কখনো বর্ণিল প্রভাত,
কখনো মেঘে ঢাকা রাত।
কখনো উচ্ছ্বল হাসির ছলছল,
কখনো বিষাদ ক্লিষ্টতা,
নয়ন ভরা জল।
তবুও ভালবাসার তরে,
হৃদয়ের সকল আকুতি ভরে,
অজস্র অপবাদ সহ্য করে,
বসুধার জঞ্জাল চূর্ণ করে,
স্বপ্নচূঁড়ায় পাড়ি জমায় দুটি মন।
ভালবাসা,
স্রষ্টার অপার করুণার আঁধার,
আবেগ অনুভূতির নৈসর্গিক পাথার।
মর্তে নিঃসৃত নির্ঝর ধারায়,চিরায়াত সুধা,
আদৌন্ত মর্তলোকে,
প্রেম পূজারীর মেটায় ক্ষুধা।
কিন্তু হায় !
অসাড় এ ধরায়,সত্য ভালবাসে ক'জন,
পলে পলে তাইতো বিরহ বিষাদ,
এত দ্বন্দ্ব সংশয়।
সকল বিঘ্নতা চূর্ণ করে,
বিজয়ের কেতন বক্ষে ধরে,
পূর্ণকরে সকল প্রত্যাশা,
পবিত্র ভালবাসা।
ভালবাসা,
এতো স্রষ্টার খেলা,
মানুষ তার উছিলা ।
বিষাদের প্রখর থাবায় প্রহত হয়না কভু,
সত্য ভালবাসা,
অমর অক্ষয় চির জাগ্রত,
পবিত্র ভালবাসা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।