বৃষ্টি মানে
- আরিফুল হক দ্বীপ

বৃষ্টি মানে ঘাসের বুকে স্নিগ্ধ হাসি,
বৃষ্টি মানে হাওয়ায় খেলা পাতার বাঁশি।

বৃষ্টি মানে চোখের কাছে তন্দ্রা আসা,
বৃষ্টি মানে উদাস মনে স্বপ্নে ভাসা।

বৃষ্টি মানে পাখির ডানা বদ্ধ ঘরে,
বৃষ্টি মানে হাওড় বাঁওড় নৃত্য করে।

বৃষ্টি মানে চায়ের কাপে ঝড়টি তোলা,
বৃষ্টি মানে সকাল দুপুর আত্নভোলা।

বৃষ্টি মানে কানে বাজা পুরনো দিনের গান,
বৃষ্টি মানে কিছু হাসি,কিছু অভিমান।

বৃষ্টি মানে কাছাকাছি মনের কথা বলা,
বৃষ্টি মানে ব্যস্ত সময় তোমাতে চলা।

১/৮/২০১৫
ময়মনসিংহ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।