বসন্তের সব ফুলে শহীদদের রক্ত
- রুহুল আমীন রৌদ্র
ওহে বসন্ত,
ওহে ফাগুন,বৃক্ষলতিকা,
কেন তুমি রঙিন সাজে,
বারবার ফিরে আসো, এ ধরাতে ?
শিমুল পলাশ কৃষ্ণচূঁড়া,
কেন এতো লালে লাল ?
কেন লালে সাজিয়ে,রক্তজবার ডাল ?
ওহে কবি,
মনে নেই কি ফেব্রুয়ারীর কথা ?
মনে নেই কি রক্তঝরার ব্যথা ?
শহীদের রক্ত আজও ঝরে,অঝর ধারায়,
প্রস্রবণ হয়ে মৃত্তিকা চুঁয়ে,
নেমে যায় পাতালপুরে !
কে ই বা তাহা জানে ?
প্রচন্ড হুংকারে, আজও প্রকম্পিত হয়,
শহীদ সমাধি !
ফুল দিয়ে নয়, হৃদয় দিয়ে ছুঁয়ে,
ক'জনই বা দেখে ?
ফাগুন এলে,
রক্তের সেই স্রোতধারা, কিঞ্চিত শুষে
আনি শিঁকড়ে,
অবনী সাজাই রক্তে রক্তে,
বসন্তের সব ফুল তাই তো,
অমর শহীদদের রক্ত রাঙানো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।