পুলকিত হৃদয় ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

তোমার চন্দ্রমুখে আজ
পড়েছে নতুন আলো !
মন যদি চায় তোমার হৃদয় ,
আমার কি দোষ বলো !

তোমার মধুর দৃষ্টি ...
কত কি যে বলে দিলো ...
হৃদয় যদি পুলকিত হয় ;
আমার কি দোষ বলো !

ইন্দ্রজালের সূচনা করল ..
তোমার চোখের বাণী !
খোলা চুলেই বন্দী হল
কৃষ্ণ মেঘের সৌদামিনী ...

অপরূপা তব সৌন্দৰ্য্যে
আছে যে অসীম মাদকতা..
হৃদয় আমার বাঁধনহারা
তোমার প্রেমে হে বনিতা ...

যেখানে রেখেছ কোমল চরণ -
বদলে গেছে প্রকৃতি ..
হয়ে গেছে তা তুমিময় !
করেছে তোমার স্তুতি ...

রূপে যে অসীম তৃপ্তি তোমার...
আর কারো রূপে নেই !
মন যদি আজ তোমাকেই চায় ..
দোষ কাকে বলো দেই !

==================

হিন্দি গানের ভাবানুবাদ ..
আপকী হসীন রুখ পে
আজ নয়া নূর হ্যা
মেরা দিল মচল গয়া তো
মেরা কেয়া কুসুর হ্যা !

music director : O.P . Nayeer


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।