বিদায়বেলার অভিমান
- আরিফুল হক দ্বীপ

চাইতে তুমি প্রতিদিন উঠে ভোরে
শরীরচর্চা করি,
যেন মুটিয়ে যাওয়া শরীরটা স্লিম হয়
যেন তুমি বলতে পারো
সব্বাইকে আঙ্গুল উঁচিয়ে,গর্বভরে-
এই আমি তোমার প্রেমিক,
কত সুন্দর,হ্যন্ডসাম-

এখন তুমি নেই কাছাকাছি,
কারো ঘরে জ্বালাও সন্ধ্যা প্রদীপ।
আর তাই,
কেউ করে না আমার খেয়াল
স্লিম হতে হতে আমি এখন হাড্ডিসার।
বুকের ব্যথায় ছাড়তে পারি না
বিছানা,দেখতে পারি না আকাশটা
কেমন?রোদ্রের নাকি কালোমেঘে ছাওয়া?
তুমিওতো পারতে শেষবেলা
এসে একবার খোঁজ নিতে,
তাও নিলে না।
তবে শব নিয়ে আমার যবে কাঁদবে
বাতাস,তুমি থেকো তোমার জেদ নিয়ে
ন্যকা কান্না কেঁদে আর কষ্ট দিয়ো না।

২/৮/২০১৫
ময়মনসিংহ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।