বাংলা কবিতার আদ্যোপান্ত ইতিহাস
- আজাদ বঙ্গবাসী - আজাদ বঙ্গবাসী ২৩-০৪-২০২৪

"বাংলা কবিতার আদ্যপান্ত ইতিহাস " [ প্রাচীন, মধ্য ও আধুনিক ] ( ৬৫০ – ২০২০) আজাদ বঙ্গবাসী || সূচিপত্র প্রাচীনযুগ ৬৫০-১২০০ ♦পরিপূর্ণ বাংলা কবিতার আগে, ♦বাংলা ভাষিদের উৎপত্তি, ♦বাংলা সাহিত্যের যুগ বিভাগ, ♦প্রথম বাংলা কবিতা: চর্যাপদ, ♦চর্যাপদের আবিষ্কার, ♦সহজিয়ার ২৪ কবি ও কবিতা, মধ্যযুগ : ১২০০-১৮০০ মধ্যযুগের সাহিত্যধারা: ♦ সাহিত্যের বন্ধাযুগ, ♦শ্রীকৃষ্ণর্কীতনকাব্য: রাধা কৃষ্ণের প্রনয়লীলা ♦বহুরূপের চন্ডিদাস, ♦বৈষ্ণব বাউলদের হৃদয়ালেখ্য পঙতির জগৎ ♦বিনা পঙতির কবি : সাধক চৈতন্য, ♦ অনুবাদে বাংলা কবিতার সমৃদ্ধি ♦মহাকাব্য ♦মঙ্গলকাব্যের আলেখ্যে ধর্মের গান ♦ স্বর্গ ছেড়ে মাটিতে: কবি ভারতচন্দ্র রায় গুণাকর, ♦ মহাকবি আলাওলের প্রেমঘনকাব্য ♦ প্রনয়োপাখ্যান ♦ সুফিদের কবিতায় আধ্যাত্মবাদ, আধুনিক যুগ : ১৮০০ – বর্তমান, (যতদিন না অন্যকোন সাহিত্যযুগ চিহ্নিত হবে) ♦ আধুনিকযুগের উষা কবিগণ, ♦ মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যিক সম্ভার ♦ মধ্য ও আধুনিকযুগের সেতুকার ভোরের প্রথম শিস: বিহারীলাল চক্রবর্তী, ♦ আধুনিক কবিতার গীতিময় মহাবৃক্ষ: রবীন্দ্রনাথ ঠাকুর, ♦বিদ্রোহীবীর ও প্রেমিক কবি: কাজী নজরুল ইসলাম, ♦ দশকের প্রথম চিহ্ন : বৃত্ত বাঙার পঞ্চ কবি ♦ আধুনিক কবিতার স্বার্থক কবি: জীবননান্দ দাশ, ♦চল্লিশের কবি ও কবিতা ♦ পঞ্চাশের কবি ও কবিতা ♦ ষাটের দশকের কবি ও কবিতা ♦ সত্তরের দশক: কবিতায় মুক্তিযুদ্ধ ♦ আশির দশকে কবি ও কবিতা, ♦ নব্বইয়ের কবিতায় টানাপোড়ন ♦ একবিংশতাব্দির নতুন দিকপাল গণ ♦ শূন্যে বা প্রথম দশক: উত্তর আধুনিকদের উড়াল ডানা ♦ যুগ যন্ত্রনা ও রাজনীতির বিক্ষিপ্তগুচ্ছে দ্বিতীয় দশকের কবিতা। লিপিবদ্ধ কবিদদেরর কবিতাকর্ম নিয়ে এ গ্রন্থটি তার ডানা বিস্তার করবে, ইংশাআল্লাহ। তালিকাবদ্ধ সব কবিই যে গ্রন্থে স্থান পাবে এমটি কিন্তু নয়, কবিতার মান বিচারে যে কবিগণ প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন, কেবল তাদের কাব্যকর্ম নিয়ে গ্রন্থ তার নিজ গতিতে এগিয়ে যাবে। কেউ কেউ বাদও পড়বেন। এটি একটি প্রাথমিক খসরা মাত্র।আবার অনেক খ্যতিমান কবির নাম এখনো হয়ত আমি যুক্তই করতে পারিনি। এ আমার দৈন্যতা। তবে আশা করি তাদের নামও পর্যায়ক্রমে সংযুক্ত করতে পারবো। ♥♥♥ প্রাচীনযুগ: চর্যাপদের ২৪ জন পদ কর্তা:: লুইপা, কুক্কুরীপা, বিরুআপা, গুণ্ডরীপা, চাটিলপা, ভুসুকুপা, কাহ্নপা,কাম্বলাম্বরপা , ডোম্বীপা,শান্তিপা ,মহিত্তাপা , বীণাপা, সরহপা, শবরপা,আজদেবপা , ঢেণ্ঢণপা , দারিকপা, ভাদেপা, তাড়কপা, কঙ্কণপা , জঅনন্দিপা , ধামপা ,তান্তীপা,লাড়ীডোম্বীপা। ♥♥♥ মধ্যযুগ: শ্রীকৃষ্ণকীর্তনকাবব্যের কবি: বডুচন্ডিদাশ ♦ বৈষ্ণব পদাবালী সাহিত্যে কবিগণ হলো : বিদ্যাপতি, চণ্ডীদাস , জ্ঞানদাস, গোবিন্দ দাস, যশোরাজ খান , চাঁদকাজী , রামচন্দ বসু , বলরাম দাস, নরহরি দাস, বৃন্দাবন দাস, বংশীবদন , বাসুদেব , অনন্ত দাস , লোচন দাস, শেখ কবির, সৈয়দ সুলতান, হরহরি সরকার , ফতেহ পরমানন্দ , ঘনশ্যাম দাশ , গয়াস খান, আলাওল, দীন চন্ডীদাস , চন্দ্রশেখর, হরিদাস, শিবরাম, করম আলী, পীর মুহম্মদ , হীরামনি , ভবানন্দ প্রমুখ কবি। ♦ মধ্যযুগের কাব্যধারা মনসামঙ্গলের কবিগণ, চন্ডীমঙ্গলের কবিগণ, ধর্মমঙ্গলের কবিগণ, কালিকামঙ্গলের কবিগণ ♦মঙ্গল কাব্যের বিখ্যাত কবিগণ: কানাহরি দত্ত, নারায়ন দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, মাধব আচার্য, মুকুন্দরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, শ্রীশ্যাম পন্ডিত, ভরতচন্দ্র রায় গুনাকর, ক্ষেমানন্দ, কেতকা দাস ক্ষেমানন্দ, দ্বিজ মাধব, আদি রূপরাম, মানিক রাম, ময়ূর ভট্ট, খেলারাম, রূপরাম, সীতারাম দাস, শ্যামপন্ডিত, দ্বিজ বংশী দাস, দ্বিজ প্রভারাম। বৈষ্ণবপদাবলি ধারার কবি : বিদ্যাপতি, চন্ডীদাস, দ্বিজ চন্ডীদাস, দীন চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস মহাকাব্য: অনুবাদ কবিতার খ্যাতিমার কবিরা হলো: সংস্কৃত রামায়ণ ও মহাভারত, মহাকাব্যদুটির শ্রেষ্ঠ অনুবাদক কবি হচ্ছেন যথাক্রমে কৃত্তিবাস ওঝা ও কাশীরাম দাস। অন্যান্য অনুবাদক হচ্ছেন কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, চন্দ্রাবতী , অদ্ভুতাচার্য, ভবানীদাস প্রমুখ। রোমান্টিক কাব্য: (অনুবাদ) বাংলা সাহিত্যে মধ্যযুগে মুসলমান রচিত শ্রেষ্ঠ কাব্যধারা হচ্ছে রোমান্সমূলক কাব্য। ইউসুফ-জুলেখা - শাহ মুহম্মদ সগীর, পদ্মাবতী - আলাওলের, মধুমালতী- মুহাম্মদ কবীর সতীময়না-লোরচন্দ্রানী- দৌলত কাজীর লায়লী-মজনু : দৌলত উজির বাহরাম খা । জীবনীকাব্য,শাক্তপদাবলি, দোভাষী পুঁথি সাহিত্যের উল্লেখ যোগ্য কবিরা হলো: বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ , রামপ্রসাদ, দাশু রায়, সৈয়দ হামজা , ফকির গরীবুল্লাহ প্রমুখ। ♥♥♥ আধুনিক যুগ ১৮০০- বর্তমান, চলমান। মধ্য ও আধুনিক যুগের মধ্যে যিনি সেতুবন্ধন তৈরি করেন তিনি হলেন যুগ সন্ধি ক্ষণের কবি: ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯)। মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) মধ্যযুগীয় পয়ারমাত্রার ভেঙে কবি প্রবেশ করেন মুক্ত ছন্দে।রচনা করেন সনেট। লাভ করেন, আধুনিক কবিতার জনকের খ্যাতি। ভোরের পাখি : ইউরোপীয় ভাবধারার রোমান্টিক ও গীতি কবি বিহারীলাল চক্রবর্তী (১৮৩৫-১৮৯৪)। মহিরুহ বৃক্ষের ন্যায় বাংলা সাহিত্যে প্রবেশ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর(১৮৬১-১৯৪১)। মহাকাব্য ব্যতিত সাহিক্যের এমন কোন শাখা নেই যেখানে তিনি খ্যাতির স্তম্বটি প্রতিষ্ঠা করেননি। রবীন্দ্রানুসারী ভাবধারার অন্যান্য কবিরা হলো: সত্যেন্দ্রনাথ দত্ত , যতীন্দ্রমোহন বাগচী বিশ শতকের শুরুতে কবিতায় পঞ্চপুরুষ রবীন্দ্রবিরোধিতার করেন, তারা হলো : মোহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম ও যতীন্দ্রনাথ সেনগুপ্ত । আধুনিক কবিতার স্বর্ণযুগ: রবীন্দ্র ভাব ধারার বাইরে এসে দশক প্রথার চলু করেন তিরিশের পঞ্চপান্ডব কবি: অমিয় চক্রবর্তী (১৯০১-৮৭), জীবননান্দ দাশ (১৮৯৯-১৯৫৪), বুদ্ধদেব বসু (১৯০৮-৭৪), বিষ্ণু দে (১৯০৯-৮২), সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-৬০) ♥♥♥ চল্লিশের কবি: চল্লিশের দশকে এসে অব্যহত থাকে দশকিয় চল। চল্লিশের দশকের শ্রেষ্ঠতম কবি হলো: সুকান্ত ভট্টাচার্য, আবুল হোসেন, আহসান হাবীব, ফররুখ আহমদ, সৈয়দ আলী আহসান, ♥♥♥ পঞ্চাশ দশকের কবিগণ হলো: আবু জাফর ওবায়দুল্লাহ, আবদুস্ সাত্তার, আল মাহমুদ, আলা উদ্দিন আল আজাদ, আহসান হাবীব, ওমর আলী, ফজল শাহাবুদ্দীন, বিনয় মজুমদার, রওশন ইজদানী, শহীদ কাদরী, শামসুর রাহমান, সুনীল গঙ্গপাধ্যায়, সৈয়দ শামসুল হক, হাসান হাফিজ, ♥♥♥ ষাটের কবি: মানসলোকের ক্রান্তিকাল, অস্থিরতা, নৈরাজ্য, নৈরাশ্য, অবক্ষয়, প্রগতিবাদী নতুন রাষ্ট্র চিন্তা জনিত ষাটের দশকেরর কবিরা হলো: অরুণাভ সকার, অসীম সাহা, আবু কায়সার, আবু তাহের মজুমদার, আব্দুল মান্নান সৈয়দ, আবুল হাসান, আল মুজাহিদী, আসাদ চৌধুরী, ইমরুল চোধুরী. ইন্দু সাহা, কাজী রোজী, গগনতান, জাহিদুল হক, নির্মলেন্দু গুণ, ফরহাদ মজহার, বুলবুল খান মাহবুব, মহাদেব সাহা, মাহমুদ কামাল, মাকিদ হায়দার, মাশুক চৌধুরী, মাহবুব সাদিক, মীর আবুল খায়ের, মুহম্মদ নূরুল হুদা, মুনীর সিরাজ, মোশাররফ করিম, মো. রফিক, রফিক আজাদ, রবিউল হুসাইন, রুবি রহমান, শাহনুর খান, সমুদ্রগুপ্ত, সাযযাদ কাদির, সিকদার আমিনুল হক, হাবীবুল্লাহ সিরাজী, হায়াত্ সাইফ, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির। ♥♥♥ সত্তর দশকের কবি: রুদ্রমুহম্মদ শহিদুল্লাহ, আবিদ আজাদ, মাহবুব বারী, ত্রিদিবদস্তিদার, দাউদ হায়দার, আশরাফ মীর, মোস্তফা মীর, শিহাব সরকার, হাসান হাফিজ, হেলাল হাফিজ,সোহরাব হাসান, জাহাঙ্গীর ফিরোজ, মতিন বৈরাগী, ময়ুখ চৌধুরী, মাহবুব হাসান, নাসির আহমেদ, ফরিদ আহমদ দুলাল ফারুকমাহমুদ, বিমল গুহ, আবু মাসুম, কামাল চৌধুরী,আলমগীর রেজা চৌধুরী, আসাদমান্নান, সোহরাব পাশা, ইকবাল আজিজ,মোহন রায়হান, শামীম আজাদ, সৈয়দ মাহবুব, হালিম আজাদ, আবিদ আনোয়ার, আবু হাসান শাহরিয়ার, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ♥♥♥ আশির দশকের কবি: সাজ্জাদ শরিফ, শোয়েব শাদাব, শান্তনু চৌধুরী, অসীম কুমার দাস, শামসুল কবীর, বিষ্ণু বিশ্বাস, কফিল আহমেদ, শাহেদ শাফায়েত, মাহবুব পিয়াল,রিফাত চৌধুরী, কাজল শাহনেওয়াজ, আহমেদ মুজিব, খায়রুলহাবিব, সুব্রত অগাস্টিন গোমেজ, সৈয়দ তারিক, খোন্দকার আশরাফ হোসেন, রেজাউদ্দিন স্টালিন, মোহাম্মদ সাদিক, ফকির ইলিয়াস, ফরিদ কবির, নাজিম শাহরিয়ার, দারা মাহমুদ, বিশ্বজিৎ চৌধুরী, বদরুল হায়দার, মোহাম্মদ কামাল, আবদুল হ্ইা সিকদার, মঈন চৌধুরী, আযাদ নোমান, বিলোরা চৌধুরী, সুহিতা সুলতানা, মাসুদ খান, কিশওয়ার ইবনে দিলওয়ার। ♥♥♥ নব্বইয়ের দশক কবি: অমিত রেজা চৌধুরীর, আলফ্রেড খোকন, আশরাফ রোকন,ওবায়েদ আকাশ, কাজল কানন, কুমার চক্রবর্তী, চঞ্চল আশরাফ, জফির সেতু, জাফর আহমদ রাশেদ, জেনিস মামুন, টোকন ঠাকুর, পাবলো শাহি, বায়তুল্লাহ্ কাদেরী, মজনু শাহ, মাহবুব লীলেন, মুজিব ইরম, মোস্তাক আহমাদ দীন, শাহনাজ মুন্নী, সরকার আমিন, হেনরী স্বপন, অলকা নন্দিতা, আবু সাইদ ওবায়দুল্লাহ, আমীর খসরু স্বপন, আয়শা ঝর্ণা, আহমেদ স্বপন মাহমুদ, কচি রেজা, কবির হুমায়ুন, কামরুজ্জামান কামু, খোকন মাহমুদ, চৌধুরী নুরুল হুদা, তপন বাগচী, পরিতোষ হালদার, পাঁশু প্রাপন, বাদল ঘোষ, ব্রাত্য রাইসু, মতিন রায়হান, মাতিয়ার রাফায়েল, মারজুক রাসেল, মাহবুব কবির, মুজিব মেহদী, রণক মুহম্মদ রফিক, রহমান হেনরী, রিষিণ পরিমল, শাতির শওগত, শামীম কবীর, শামীম রেজা, শামীম সিদ্দিকী, শিবলী মোকতাদির, শোয়াইব জিবরান, সমর চক্রবর্তী,সরকার আমীন, সাখাওয়াত টিপু, সুমন সরদার, সৌমিত্র দেব, হাদিউল ইসলাম, হামিদ রায়হান, ♦ বি. দ্র. বানান সহ সব কিছুই এডিটিং চলছে, সম্পূর্ণ পোস্ট পড়ে মন্তব্য করবেন। ধন্যবাদ। কোন কোন কবির নাম কয়েক দশকে উল্লেখিত, তাদের আলোচনা যে কোন এক দশকে স্থির হবে। ♥♥♥ শূন্য বা প্রথম দশকের কবি: শূন্য বা প্রথম দশকের কবিদের এই লম্বা তালিকা এখানে লিপিবদ্ধ হলেও, এদের সমৃদ্ধশীল কবিতার তথ্য না পাওয়া গেলে অনেকেই সংকলন থেকে বাদ পড়ার সম্ভাবনা আছে। কিছু কবির নাম শূন্য এবং দ্বিতীয় দশকের মধ্যে রদবদল হবে। কেউ কেউ প্রথম দশকে নাম লিখালেও, যদি তার কবিতার বিচারে দ্বিতীয় দশকেই উৎকর্ষতা পরিলক্ষিত হয়, সে দ্বিতীয় দশকের বলেই বিবেচিত হবে। নিম্ন লিপিবদ্ধ নাম কবির মধ্য থেকে সংকলনে; সফলদের আলোচনা স্থান পাবে। বাকি কবিগণ শুধু তালিকা বদ্ধ হয়ে থাকবেন। অ অপর্ণা হাওলাদার, অতনু তিয়াস, অনন্ত সুজন, অনন্ত উজ্জ্বল, অথির শেরপা, অঞ্জন সরকার জিমি, অঞ্জন খান, অবনি অনার্য, অদ্বৈত মারুত, অরণ্য শর্মা, অরণ্য ইসলাম, অনিক আন্দালীব, অনুপম চৌধুরী, অশোকদাশ গুপ্ত, অর্পণ দেব, অভীক সোবহান, অপূর্ব সোহাগ, অরূপ কিষাণ, অচিন্ত্য চয়ন, অনিন্দিতা ইসলাম, অনিন্দ্য আকাশ, অভিজিত্ দাস, আ আলতাফ শাহনেওয়াজ, আন্দালীব,আমজাদ হোসেন, আমজাদ আকাশ, আলী প্রয়াস, আঁখি সিদ্দিকা, আফরোজা সোমা, আমজাদ সুজন, আমিনুল ইসলাম, আপন মাহমুদ, আরণ্যক টিটু, আলম সৈয়দ, আলোড়ন খীসা, আলী আফজাল খান, আল্লাইয়ার, আশরাফ মাহমুদ,আফসানা কিশোয়ার,আলমগীর নিষাদ,আব্দুস সালাম,আহমেদ সায়েম, আজিজ কাজল,আশরাফ জুয়েল,আব্দুল মমিন,আজহার ফরহাদ,আজাদ দ আলাউদ্দিন,আদিত্য অন্তর,আদিত্য নজরুল,আদিত্য রুপু,আবু তাহের সরফরাজ, আয়াজ আনছারী, আহমেদ ফিরোজ, আ স ম সায়েম হোসেন, আকতার জাভেদ,আবু কাওসার মানিক,আনিফ রুবেদ, ই ইমরান মাঝি, ইকতিজা আহসান, ইমতিয়াজ মাহমুদ, ইমতিয়াজ মির্জা, ইয়াসিন আরাফাত, ইকবাল জাফর, ইকবাল মাহবুব, ইফতেখার ওয়াহিদ ইফতি, ইশরাত জাহান মিতিলতা, ইন্দ্রজিৎ সরকার, ঈ ঈশান সামী উ উজ্জ্বল রহিম ঋ ঋত্বিক নয়ন এ এহসান হাবীব, এমরান কবির, এহসানুল কবির, ও ওমর ফারুক জীবন, ওয়াহিদ সুজন, ক কন্থৌজম সুরঞ্জিত, কবির য়াহমদ, কয়েছ আহমদ বকুল, কার্তিক ঘাগ্রা, কাজী নাসির মামুন, কাফি কামাল, কাজী বর্ণাঢ্য, কাশেম নবী, কাজী জিননূর, কামাল মুহম্মদ, কালপুরুষ, কুতুব হিলালী, কোহিনুর সাকি, খ খালেদ শহীদ, খালেদ সাইফ, খলিল মাহমুদ, গ গোঁসাই পাহলভী, গোলাম মোর্শেদ চন্দন, গৌতম কৈরী, চ চন্দন সাহা রায়, চঞ্চল নাঈম, চন্দন চৌধুরী, চন্দনকৃষ্ণ পাল, চয়ন চক্রবর্তী, চরু হক, চাঁদবেনে, চ্যবন দাশ, চাণক্য বাড়ৈ জ জহির খান, জাহেদ আহমদ,জসীম আজাদ, জাহিদ সোহাগ, জাকির জাফরান, জাহানারী পারভীন, জাকিয়া জেসমিন যূথী, জুয়েল মোস্তাফিজ, জুন্নু রাইন, জেবুননাহার জনি, ত তনুজা ভট্টাচার্য, তালাশ তালুকদার, তাহমিনা জান্নাত, তারিক টুকু, তানভীর শাহীন, তানভীর আহমেদ হৃদয় তারেক রেজা, তিথি আফরোজ, ত্রিস্তান আনন্দ, তুহিন তৌহিদ, তুহিন দাস, তুষার কবির, তুষার হাসান, তুষার প্রসূন, তৌহিদুল ইসলাম, তৌহিদ এনাম, তৌহিন হাসান, তৌফিক জোয়ার্দার, থ থোঙ্গাম সঞ্জয় দ দেবাশীষ তেওয়ারী, দুপুর মিত্র, দিদার মালেকী, দ্রাবিড় সৈকত, দেবব্রত দাস, ন নওশাদ জামিল, নাভিল মানদার, নাসিরুল ইসলাম, নায়েম লিটু, নিজাম উদ্দিন, নিলয় রফিক, নিতুপূর্ণা, নিধু ঋষি, নীহার লিখন, নুপা আলম, নৃপ অনুপ, প পরাগ রিছিল, পরাগ আজিজ, পলাশ দত্ত, পলল পরাগ, পান্থজন জাহাঙ্গীর, পাভেল মাহমুদ, পিয়াস মজিদ, পিয়াস ওঝা, প্রিয়তোষ বেদজ্ঞ, প্রশান্ত মঙ্গল, প্রবর রিপন, প্রণব আচার্য্য, প্রান্ত পলাশ, প্রদীপ ঘোষ, ফ ফজলুল কবিরী, ফয়সল অভি, ফারহান ইশরাক, ফারাহ্ সাঈদ, ফারজানা রুবি, ফারুক আহমেদ, ফেরদৌস মাহমুদ, ব বদরুন নাহার, বিজয় আহমেদ, বিল্লাল মেহদী, বিবৃতি তানভীর, বেলাল আবেদীন ভুট্টো, ভ ভাস্কর চৌধুরী, ভিক্টর কে রোজারিও, ম মমিন মানব, মনির ইউসুফ, মনিরুল মনির, মনজুর কাদের, মশিউর রহমান মিলন, মলয় দাস, মাদল হাসান, মাহবুব মোর্শেদ, মাসুদ জাকারিয়া, মাহমুদ সীমান্ত, মানস সান্যাল, মামুন খান, মাসউদ শাফি, মাজুল হাসান, মানিক বৈরাগী, মাহমুদ শাওন, মাসুদ হাসান, মাধব দীপ, মানস চাঁদ, মাহমুদউজ্জামান যামী, মামুন রশীদ, মাসুদ হাসান, মাসুদ কৌণিক, মাহবুব রোকন, মিঠুন রাকসাম, মিজানুর রহমান বেলাল, মিজান মল্লিক, মুক্তি মণ্ডল, মুজাহিদ আহমদ, মুস্তাফিজ কারিগর, মুর্তালা রামাত, মুয়ীন পারভেজ, মুয়ীয মাহফুজ, মেজবা আলম অর্ঘ্য, মেঘ অদিতি, মেরুন হরিয়াল, মোহাম্মদ নূরুল হক, মোজাফফর হোসেন, মৌসুমী সেন, মোরশেদুল আলম, মোস্তফা তারেক, মৃদুল মাহবুব, মৃত্তিকা গুণ, মৃধা আলাউদ্দিন, য যামিনী কবিয়াল, যিশু মুহম্মদ, যুবা রহমান, র রক্তিম জয়, রহমান মুফিজ, রনক ইকরাম, রনি অধিকারী, রহিমা আফরোজ মুন্নি, রবু শেঠ, রত্নদীপা দে ঘোষ, রহমান মাসুদ, রাজীব আর্জুনি, রাশেদুজ্জামান, রাদ আহমদ, রায়েহাত শুভ, রাহেল রাজিব রাসেল মৈতালী, রাসেল শাহরিয়ার, রাজীব চৌধুরী, রাকিবুল হক ইবন, রাকিবুল ইসলাম, রিফাত হাসান, রিংকু অনিমিখ, রুদ্র অনির্বাণ, রুদ্র শায়ক, রুবেল বিশ্বাস, রোকন জহুর, রোকসানা লেইস, ল লতিফ জোয়ার্দার, লাবণ্য প্রভা, লাবণ্য কান্তা, লুবনা চর্যা, লুসিফার লায়লা, লোপা মমতাজ, শ শরৎ চৌধুরী, শরৎ সেলিম, শফিউল শাহীন, শফিক মনজু, শাহীন খন্দকার, শামসুন নাহার, শামস আরেফিন, শাহিন লতিফ, শাহীন খন্দকার, শামীম হোসেন, শাকিল মাহমুদ, শাবিহ মাহমুদ,শামান সাত্ত্বিক, শারদুল সজল, শুভাশিস সিনহা, শুচি রহমান, শিমুল সালাহ্উদ্দিন, শিরীষ দীপান, শিকদার ওয়াালিউজ্জামান, শিশির আজম, শিউলি শবনম, শেখর দেব, শৌনক দত্ত, শ্রাবণী সেন, শ্মশান ঠাকুর, স সবুজ তাপস, সাইদুল ইসলাম, সজল সমুদ্র, সফেদ ফরাজী, সরওয়ার কামাল, সফি সরকার, সবুজ আহমেদ, সঞ্জীব পুরোহিত, সনোজ কুণ্ডু, সবাক পাখি, সবুজ আরেফিন, সরফরাজ স্বয়ম, সরসিজ আলিম, সজল আহমেদ, সঞ্চয় প্রথম, সাব্বির আজম, সাবিত্রী গাইন, সাঈদ জুবেরী, সাদ্দু হাসান, সাদিকা রুমন, সালাহ্উদ্দিন সুমন, সারাফ নাওয়ার, সাঈফ ইবনে রফিক, সাকিরা পারভীন, সাবেরা তাবাসসুম, সালাম মাহমুদ, সামন্ত সাবুল, সাগর রহমান, সিরাজুল কবির বুলবুল, সিদ্ধার্থ টিপু, সুমন সাজ্জাদ, সুলতানা শিরিন সাজি, সুস্মিতা রেজা খান, সুজন ভট্টাচার্য, সুমী সিকান্দার, সুমন প্রবাহন, সুমন সুপান্থ, সুজাউদ্দৌল্লা, সুকান্ত পার্থিব, সুমন সৈকত, সুজন দেবনাথ, সেলিম রেজা, সেজুল হোসেন, সৈয়দ সাখাওয়াৎ, সৌম্য সরকার, সৈয়দ আফসার সৈয়দ আহসানুল হক নিপুণ, সৈয়দ রুম্মান, সোহেল হাসান গালিব, সোমেশ্বর অলি, স্বপন সৌমিত্র, স্বরূপ সুপান্থ, স্বরূপ ভট্টাচার্য, স্বদেশ হাসনাইন, হ হাসান মুরাদ ছিদ্দিকী, হাসান মাহবুব, হাসনাইন হীরা, হাবিবুল্লাহ রাসেল, হিমেল বরকত, য় য়ানসার হক, ♥♥♥ দ্বিতীয় দশক: অ অনিন্দ্য তুহিন, অনিরুদ্ধ দিলওয়ার, অনুপম মণ্ডল, অমিত আশরাফ, অমিত চক্রবর্তী, অরবিন্দ চক্রবর্তী, অরুদ্ধ সকাল, অসীম ইশতিয়াক, আ আজাদ বঙ্গবাসী, আজিম হিয়া, আফসানা জাকিয়া, আবদুল্লাহ আল মুক্তাদির, আবু নাসিব, আল ইমরান সিদ্দিকী, আলমগীর কবীর আলম, আশিক ইশতিয়াক, আসমা অধরা, আহমদ কবির, আহসান আল আজাদ, আহমাদ মুজাহিদ, আহমাদ শামীম। ই ইমরান মাহফুজ, ইমরুল কায়েস, ইলিয়াস, এ এলিজা আজাদ, উ উপল বড়ুয়া, ক কমল, কামাল, কর্মকার অনুপ কুমার, কিশোর মাহমুদ, কুহন সাধূ, খ খালেদ চৌধুরী, খেয়া মেজবা, গ গ্যাব্রিয়েল সুমন, চ চঞ্চল মাহমুদ, চৌধুরী ফাহাদ, জ জব্বার আল নাঈম, জহিদা সানহা, জয়নাল শামীম, জিনিয়া বখতা, জিয়াবুল ইবন, জুয়েল মন্সি’ জেমস আনজুম, জোনাফ আহমেদ, ট ঠ ড ডাল্টন সৌভাত হীরা, ঢ ত তানজিম আতিক,তানজীর মেহেদী, তানিম কবির, তাসনুভা অরিণ, তারেক আহসান, তাহিতি ফারজানা, তুষার প্রসূন, থ দ দন্ত্যন ইসলাম, দ্বিত্ব শুভ্রা, দ্বীপ সরকার,, দেবজ্যোতি ভক্ত, ধ ন নিজামবিশ্বাস, নিলয় রফিক, নিবিড় রাহমান, নৈরুৎ ইমু, প পদ্ম চিৎকার, ফ ফরিদ হাসান, ফয়সাল আদনান, ফারজানা সুরভী, ব বিধান সাহা, বিভা বৃষ্টি, ভ ম মহিম সন্ন্যাসী, মাইবন সাধন, মাহমুদ মিটুল, মাহিরা মজিদ, মুনশি আলিম, মীম হুসাইন, মৃন্ময় মিজান, মেঘ অদিতি, মেহেরুবা নিশা, মোকসেদুল ইসলাম, য র রইস মুকুল, রজত সিকস্তি, রঞ্জন শুভ্র, রওশন আরা মুক্তা,রাত উল আহমেদ, রাব্বী আহমেদ, রাশেদ শাহরিয়ার, রাসেল আহমেদ, রুদ্র রাজীব, রুদ্র হক, রুমা পন্ডিত, রেজওয়ানুল হাসান, ল শ শহিদুল্লাহ পিয়াস, শ্যামল চন্দ্র নাথ, শ্যামলশিশির, শামীম মেহেদী, শিমন গুপ্ত, শুভ্রনীল সাগর, শোয়েব সর্বনাম, স সঞ্জীব সাহা, সঞ্জয় কান্ত, সরকার মুহাম্মদ জারিফ, সফি কামাল রিয়াদ, সামতান রহমান, সাফিনা আক্তার, সাইইদ উজ্জ্বল, সাইয়েদ জামিল, সাজ্জাদ সাইফ, সাদি শ্বাশত, সানাউল্লাহ সাগর, সাম্য রাইয়ান, সারাজাত সৌম, সালমান তারেক, সালেহীন শিপ্রা, সিলভিয়া নাজনীন, সীমান্ত হেলাল, সুজন আহমেদ, সুলতান স্যান্নাল, সুমন শামস, সুদীপ্ত সাইদ, সূর্য্যমুখী, সোহরাবইফ্রান, ষ হ হাফিজ রহমান, হাসনাত মোবারক, হাসান রোবায়েত, হাসানুজ্জামান, হিজল জোবায়ের, হুজাইফা মাহমুদ, ড় ঢ় হয়ত আরো অনেকের নাম আমার জানার বাইরে রয়ে গেছে, কেউ বাদ পড়ে গেলে দয়া করে জানাবেন নাম তালিকাটি এডিটিং করে নেব। ♥♥♥ নিম্ন তালিকাবদ্ধ কবিদের কবিতা পড়ার চেষ্টা করছি, এদের সময়টা এখনো স্থির করে নিতে পারিনি। পর্যায়ক্রমে এদের নামও তালিকায় স্থান করে দেয়া হবে এবং মল্যায়ন করা হবে। ♥♥♥ নাজিম শাহরিয়ার,সমরজিৎ সিনহা,অপূর্ব কোলে,সরদার ফারুক,জাকির সাইদ,বীরেন মুখার্জী,মুহাম্মাদ আমানুল্লাহ,সুরাজ চৌধুরী,জিললুর রহমান,ভাগ্যধন বড়ুয়া,জুয়েল মাজহার,নভেরা হোসাইন,আকতার হোসাইন,আহমেদ মুনীর,হেনরী লুইস,আকিল মোস্তফা,জামিল জাহাঙ্গীর,অপরাহ্ণ সুসমিতো,ইকবাল রাশেদীন,নাজমিন মোর্তোজা,রোমেনা আফরোজ,শেলী নাজ,মিজান ভূঁইয়া,জয়ন্ত জিল্লু,দুখাই রাজ,জয়নাব শান্তু,হাসনাত শোয়েব,তনুজা বড়ুয়া,শ্বেতা শতাব্দী এষ, বাদল ধারা,সৈকত ধারা,সকাল রায়,ইয়াসিন ফিদা হোসাইন,রুহুল মাহফুজ জয়,উম্মে হাবীবা,সায়েম অনিন্দ্য,জমিরুল হক,ফিরোজ আহমেদ,শাহ মাইদুল ইসলাম,আসাদ জামান,দেবাশীষ অন্যদিন,তাপস মল্লিক,তাপস মহাপাত্র,জয়দেব কর,রিমঝিম আহমেদ,রাজীব দত্ত,সানি মহারথী,মন্দিরা এষ,শাফিনূর শাফিন,শিবলী আহমেদ,শিবলী শাহেদ,তানভীর পিয়াল,তানভীর আকন্দ, রাহুল ঘোষ,রুদ্র রথী,চঞ্চল বাশার,রাতুল রাহা,হাসান মসফিক,পাভেল আল ইমরান,জুয়েইরিয়াহ মউ,ইন্দ্রজিৎ দত্ত আকাশ,শাহ ইয়াছিন বাহাদুর,কালের লিখন,রুদ্র নীলিম,উপমা আহমাদ খেয়া,মারুফ আদনান,তানভীর হোসেন,সুমন গুহ রায়,হিমেল হাসান বৈরাগী,সাদী কাউকাব,উত্তম সাহা,রাফসান গালিব,পাঠান জামিল আশরাফ,তাবাসসুম, উত্তম পুরুষ,শুভ নীল,শামস রুবেল,আশিক সুমন,রুদ্র জাহেদ,ফেরদৌস জামান,ইয়ার ইগনিয়াস,ঈফতেখার ঈশফ,অনিকেত হৃদয়,কানিজ মাহমুদ,সুমন দাশ,সুমন সাহা,সরোজ কান্তি দাশ,কাজী মেহেদী হাসান,আশিকুর রহমান,আকাশ মোহাম্মদ মাইকেল,নিবিড় রুদ্র,সাকলাইন সজীব,উদয়ন রাজীব,শিউলী সিরাজ,নীল সৌরভ, দেওয়ান তাহমিদ,পার্থ অগাস্টিন,তাসনিম রিফাত,সরোয়ার রাফি,হিমালয় অংকুর সুদীপ তন্তুবায় (নীল) ,বেঞ্জিন বেঞ্জয়েট , সীমান্ত মুরাদ , অরুণ কারফা , এহতেসামুল হক আসিফ চৌধুরী , সুকন্যা তিশা , সাইদুর রহমান , রহিমা আক্তার আরিফুল হক দ্বীপ, হরিশঙ্কর রায় , তানজির উদ্দিন , আবু জাফর , নিগার সুলতানা রুমি , অরণ্য সৌরভ , ধ্রুপদী ধ্রুব , শেখ মাফিজুল ইসলাম , আসমা অধরা , স্বপন শর্মা , শামীম এএ কবীর , কাজী ফাতেমা ছবি, রোমেল আজিজ , আশরাফুন নাহার , নওশীন শিকদার, ফয়জুস সালেহীন , রুবিনা মজুমদার, সৌম্যকান্তি চক্রবর্তী , ইকবাল হোসেন বাল্মীকি , কবীর সরকার সালাম আলী আহসান ........... । ♥♥♥ যোগাযোগ: আজাদ বঙ্গবাসী সুপারি বাগান, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল। মোবাইল: ০১৭২৭৫০১৬৭১/ ০১৮৩৬২১৬৩৬১ ইমেইল: azadbongobasi88@gmail.com

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।