এ বাংলার মাটি
- রুহুল আমীন রৌদ্র
এ ধরিত্রীর মরুপ্রান্তরে, এ শ্যমলীমা
রূপয়সী বাংলায়,
ক্ষণকালের অভিযাত্রী আমি ।
পদতলে সময়ের গভীর চোরাবালি,
কোন এক সময় ধসে যাবে,
ক্ষয়িষ্ণু ভঙ্গিল চূঁড়াবালির রুক্ষ স্তরটি ।
অনন্ত বিলীনে,
সাঙ্গ হবে মোর, মহীরুহ
অভিযান ।
এ বাংলার কাদাজলেই হয়ত মিশে রবে,
মোর জরা-জীর্ণ
তনুখানি,
নিথর বিলীন ।
মোর কাব্যের রসে হয়ত থাকবে মিশে ,
মোর অস্তিত্বের,
ঈষৎ গন্ধ ।
এ তনুখানি পচে গলে মিশে যাবে,
হয়ত এ বাংলায়।
যতদূর যাও ওহে বন্ধু,
দেশ বিদেশ, মঙ্গল কিবা শুক্রে ,
লয়ে যেও,
এ বাংলার একমুঠো খাঁটি মাটি,
সেই অচীনপুরে ।
যদি নিঃসঙ্গ থাকো, যদি ত্রস্ত থাকো,
শুকে নিও এ মাটির ঘ্রাণ,
দেখবে আমি মিশে আছি, সেই ঘ্রাণে,
আমাকে পাবে তখনই,
ভেঙ্গে দিতে তোমার
নিঃসঙ্গতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।