এসেছে নূতন বর
- তানজির উদ্দিন

এসেছে নূতন বর
লওহে তাহারে আপন করে
জেগেছে সে অন্তর
দোলা লাগিছে তাহারি অন্তরে
লওহে বীণাহীন শুভ্র প্রভাত'পরে
স্মরণহীন গীত বাদ্য বাজাও তারি পরে
বরণ পথে থামাও গান আপন লহরে ।
এসেছে নূতন বর
লওহে মত্ত চিত্তের পরে
থামিয়াছে সে বীণার স্বর
কহ তাহারে তুলিতে আপন সুরে
নাচিবে প্রলয় মাতিবে মলয় সহিবে বিশ্ব হীনা
জাগিবে নটরাজ দেখিবে মহারাজ এ তববীণা ।
এসেছে নূতন বর
স্মরণ করিয়া দাও তারে
আপনার ঘর হীন স্মৃতির পর
কহ তারে বাঁধিতে বীণায় বিমুগ্ধ লহরে
অঞ্চল জটায় পবন হারায় নামে প্রলয়
সিঞ্চনে তায় সমুদ্র হারায় নামে প্রলয়
প্রক্ষিপ্ত হয় অকূল গীতি হারানোর ভুলে আজি সুরে সুরে
তাহাই চাই হে বর লওহে বীণা মোদের জাগাও সুরে সুরে
তব বীণার সুরে সুরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।