বর্ণরূপে আপদ
- তানজির উদ্দিন

কল কল্লোলহীন আধিয়ার পথ রুদ্ধ করে
খুঁজি হারানো মাণিক গভীর আদরে
বিকেলের বিবর্ণ বিরান মরুভূমে এখন ,
তপ্ত নাভিশ্বাস থেমে আসে সংকীর্ণ উদারতায় বিভক্ত অস্তিত্বে ।
তুমি এক এবং আমি নই
বরঞ্চ আমি অশরীরী দেহে
পঞ্চ অঙ্কের হিসেবে খুঁজে নিয়ে
বর্ণগত বাক্য বিভেদ মানে না
তোমাতে এবং আমাতে ।
অধরে বিস্তৃত যে লাবণ্য আজ ভোলায়
বর্ণবাদী মন যত্রতত্র পীড়ীত করে তাই ,
মনের খেয়াল হেঁয়ালী পথের যাত্রায়
ফিরে চলে কোন এক উদাসী পথের স্তাবকে ।
স্তবকে স্তবকে রচিত স্বপ্ন গোধুলিতে
বাক্যের কারসাজি নিতান্ত শিহরীত
বিকারগ্রস্ত পথের ঠিকানা আজো খুঁজে
হারানো মন হেঁয়ালী আগমণের ক্ষণে ।
নষ্টার্জিত ভাবাবেশ প্রথম প্রেমে
দিকভোলা কাহিনী অস্থির চিত্রণে
বর্ণহীন আপদ গোষ্ঠীর দোরে ।
আজ শিকারী প্রেম
নিঃশ্ব ঘরের পরে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।