বিধ্বস্ত বীণায়
- তানজির উদ্দিন
কখনো কি বাজিয়েছিলে বীণায় আপন সুর
বিধস্ত অঙ্গের প্রাবণের তুলেছিলে তব সুর ,
মঞ্জুরে মঞ্জুরে মন্দ্রিত মহাকালের ক্ষণে
কোন বাণী কি উঠিয়াছিল জাগিয়া প্রাণে
দিদি -
সে অনভস্ত দিনের হিসেবে কোন কালে
কোন কালে মাড়ানো পথের তরে হেলে ফেলে
সুর ও বীণার মন্দ্রিত মহাকালের শেষ ক্ষণের তরে
কোন গান কি লভিয়াছিলে একলায় যেথায় থাকিয়া অহরহে
সে গানের মাহেন্দ্র ক্ষণ আজ লুটিয়াছে নিভু নিভু অঞ্চল তরে বিরহে ।
আজ যদি তপস্যার বাণী ফুরোয়
দীনহীন বেশ যদি জড়ায়ে লয়
আজ যদি তপ্ত বাণীর লাভা যায়
গেয়ে যায় বিসজণের তব পায়
লভিবে কি ?
গাহিবে কি ?
শেষ দিনের সমাপন গান সহিবে
তব সে আঁচল পাতিবে কি তবে
তুলিবে কি সুর রাখিয়া আপনার বন্ধন শূন্য জড়ানো গানে
আজো তাহারি লাবণ্য ভরা উদাসী দোলায় কাঁপে যে প্রাণে ।
মহাদোলায় পবন দোলায় যদি হারায় স্মৃতি
ঘরের আঁচলে বিসর্জিত হয় বৈকল্য স্মৃতি
দিদি ,
সে স্মৃতির পথ খুঁজেছি অনন্তকালের পথে
তবু হারিয়েছে মোর সে বাণী দূর গগণ পথে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।