দুঃসময়ে মেয়েটা
- আরিফুল হক দ্বীপ

এই মেয়েটাকেই একদিন স্কুলের পথ আগলে ধরে
দিয়েছিলে ফুল রজনীগন্ধ্যা,
এই মেয়েটার জন্যই এতো এতো প্রেমপত্র লেখা।
সাজিয়েছিলে ডালা পরানের প্রেম-পুষ্পতে।
তারে নিয়ে এলে সঙ্গী করে আপন ঘরে।
এই মেয়েটাই আজ বিছানায় পড়া,পিসাব
করে দেয় যখন তখন,প্রেম তোমার হাওয়ায় এখন
কঠিন গলায় বলছো তারে,'যা মাগী তোর বাপের ঘরে।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।