এবার সেথায়
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
তোরা ফিরে আয় এবার
মোর ঘরে অন্তরে এবার,
বাজিয়ে তোল নৃত্য তালে নূতন তালে
ও চরণ তলে হাসে নূতন প্রলয় সূর্য হাসে|
জীবন কাঁপে ঝড়ো হাওয়ায় আজি তালে|
বাজে বাঁশী জীবন বাঁশী নিত্য হাসি হাসে-
ও তা করুণ হাসি হাসে
করুণ বাঁশী বাজায় হেসে,
তোরা আয় পবন বেগে নিত্য জাগে
উতাল নাচে ওরা আবার স্বর্গ মাগে|
স্বর্গ মাগে ওরা একলা ঘরে
বাজায়ে তোলে বাঁশী অন্তরে,
হেথা-
স্বর্গ নাহি
ফুলকি ছোটায় বহিঃ|
এথা-
জাগে জাগে
অন্তরে জাগে মর্ত্য মাগে,
ওরে ঐ নিত্য বাজে বাঁশী ও জীবন মাঝে
তোরা আয় আয় ফিরি আয় নুতন সাজে|
আলোয় জোছনা ভরায় এবার ও আঁধার সাঁঝে
তোরা আয় আয় এবার ঘরে অন্তরে |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।