নিশ্চুপ দিনে
- তানজির উদ্দিন
আমার বীণায় যদি সুর না উঠে
অতল জলের প্লাবণ যদি আসে তেড়ে
অজস্র স্রোতরাশি মত্ত হয়ে ওঠে
যদি আসে শ্রাবণ মেঘের ভেলায় ঝড়ে
সে ঝঞ্ঝাট মুখর বিরস দিনে
কে লইবে গো বিমুগ্ধ এ প্রাণে
অন্তরের ব্যথা ভুলিয়ে তুলিবে স্রোত ঢেঊ মন কল্লোলে ।
জাগিবে কে গো মনঃ নিকুঞ্জে
বিরস হবে এ ব্যথা মম নিকুঞ্জে
রচিবে কল কল্লোলহীন আধিয়ার রব রবডাক
অন্তহীন সমুদ্র পারে উঠিবে কাহারি সে হাঁক
দীনহীন বেশ গুণ্ঠণে রহিয়া উঠিবে সে কোন দ্বেষ
অন্তরতর চিত্তের মলয় ভোরের ডাক উঠিবে দূরের পথে ।
আমার বীণায় যদি সুর না জাগে
বহুযুগের তপস্যার বাণী না জাগে
যদি ভেসে যায় জল কল কল করি
ভুলায়ে দেয় স্মৃতি বিস্মৃতির পরে
যদি না বরণ উত্সবে
প্রাণ কাঁপে অভিনবে
বিরস হয় স্মৃতি অন্তরে মেলে পাখা
সে দিনের নিশ্চুপ দিনের পরে দেখেনাও এ মোরে ।
আর্তনাদ যদি বেজে ওঠে আমার বীণায়
হে অকাল দিনের যাতনা হে , যাও হারায়ে
নিয়ে চল হে নিশ্চুপ দিনের গুণ্ঠণে সুরে
বীণাহীন গান মোর অঙ্গে জুড়ালে প্লাবণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।