সংসার
- আরিফুল হক দ্বীপ
দিয়েছিতো কিনে পাখি জামা,
এবার ঈদে কিরণমালাও
তবু তুমি ঘ্যন ঘ্যন করো,
বলো অমুক তমুকের কথা
কতো বাড়ি গাড়ি ওদের
তুমিও যদি থাকতে সে বাড়ি,
তুমিও যদি চড়তে সে গাড়ি।
বলো সবাই কি সব কিছু পায়?
তবুও যা আছে হাতিয়ার হাতে
মাথার ঘাম পায়ে ফেলে
তোমার জন্যেইতো করি সব।
তোমার একটু তুষ্টি
আমিওযে ভরা বর্ষায়-
প্রিয়তমা দেখি চাঁদ,চোখে আমার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।