পাগলীটা
- আরিফুল হক দ্বীপ
পাগলীটা ছেঁড়া জিন্স পরে,জিপার খোলা হাঁটে
দাঁড়িয়েই করে মাঝেমধ্যে প্রস্রাব।
উদল গায়েও কখনো সখনো দেখা
মেলে রাস্তায়,সে পাগলী বলেই এমন।
তবু অবাক হই,তার শরীর চাখতে সুস্থ মানুষেরাও
দেখি বেরিয়ে আসে ঘর ছেড়ে।
তাকে পাঁজাকোলা করে ধরে নিয়ে যায় বনে,
ধর্ষণ করে গুটিকয়েক রমনীখাদক।
পাগলীটা আর্ত চিৎকার করে-
কাছে যেতেই দেখি তার বিভৎস দেহ
লুটিয়ে আছে ঘাসে,নেই আর সে পৃথিবীতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।