আমার মত ?
- সৌম্যকান্তি চক্রবর্তী
কত কি যে করলাম ,
তবু তোমার মত হলাম কই ...
তুমি যেমন ভাবলেশহীন ;
আমি কিভাবে তেমন হই ..
তুমি যেমন নিজের কথা ,
ভাবো সবার আগে ...
তেমন করে ভাবতে আমার ,
নিজেরই কেমন লাগে !
আমি যেমন ভাবিনি কখনো
আমার আখের গোছানোর ..
সর্বদাই আমি চেষ্টারত ...
তোমার অশ্রু মোছানোর !
ভেবে দেখো সবাই যদি ,
তোমার মতন হয় !
এ দুনিয়াটা চলবে কি করে ,
থেমে যাবে বোধ হয় !
আরো ভাবো যদি সবাই ,
আমার মতই ভাবে !
পৃথিবীতে যারা তোমার মত
তারা সব সিঁড়ি পাবে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।