সমাপন গীতির পরে
- তানজির উদ্দিন

আমার শেষ কুহুগীতি
কাহারো কণ্ঠে বাজিবে
আজি ,
অন্তরো মন্দিরের পরে
বাজিয়ে শূন্য ধ্বনি মোরে
আজি ,
কে লইবে মোর শেষ ধ্বনি কুহু কুহু গীতি
দুরের পথের নাও অকূল দরিয়ায় দেখিতিথি ।
মরা দরিয়ার কূলহারা নাবিক মম
একলা বাইয়া চলে দিকভোলা গান মম ,
দূরের গীতি কুহু কুহু কুহুগীতি
অন্তরো মাঝে বাজায়ে তুলেহে
কে কোন পথের নাও এর গীতি
আজ কোনসে নাবিক যাও হে ,
মনো তপঃ মাঝে
শেষ বেলার গীতি
নমে কেগো সাঝে
জানায় কিরে ইতি ,
ওরে এই মোর শেষ বেলার কুহুগীতি
কে বাজায়ে তুলে হে ঐ কুলহারা কে রে !
নিরাশ করি মনের ছায় কেহ নাই গায় গীতি
ওরে কে চমকি চমকি তুলে হে , কূলহারা কে রে !
মোর কুহু কুহু কলতানে
দিকভোলা অরুন পানে
পরথম যে গীতি জানাইলো ইতি
দূর অম্বর বীথিকায় নাই নাই ,
অন্তরো মাঝে কি সে লাবণ্য ছড়ায়ে
দিক ভোলায় দিক ভোলায় রে কোন ছায়ে ।
সেই নিশীথ দরিয়ার পানে
কুহুগীতি মম মনঃ গহীনে
কারা ? কে ? কে গো আজ বাজিয়ে তুলে হে
আমার শেষ কুহুগীতি কারসে কণ্ঠে উঠেরে বাজি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।