বক ও মনুষ্য প্রেমে
- তানজির উদ্দিন
ভালোবাসার কাব্য বকের হাতে
উদাস মেঘরাজ্যের মাঝে থেকে
গুলতির নিশাণায়
এবং এক ই সাথে
পানির বিষ নামায়
দেহের অস্থবির যৌবনের খেলা ।
কারা যেন বলে দৈব লাবণ্য হেথায় বাসা বাঁধে
বাজি ধরে একশ দুশ বা হাজার খানেক বকেরা
বকের ও পিয়াস আছে পানির এবং মাছের
তাই , মাছেরা খাদ্য হয় মানুষের আরবক ?
মরা বকের দেহ ছেলে খেলায় হয় ছিন্নভিন্ন ।
বক এবং যৌবনের তফাত্
বেশি নয় মনে হয় , হঠাত্
পানি পানে নামে পুকুর পাড়ে
মাছের তাড়নে নয় , সে দৈব
দৈব বাণীর মতো মাছেরা বক চিনে
আর মানুষেরা মৃত পিপাসার্ত বকের দেহ চিনে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।