অন্তর্দ্বন্দ্ব
- রুহুল আমীন রৌদ্র
তিমির বলে, "ওহে প্রভা,
এসো আমার বুকে,
তুমি এলে তোমায় নিয়ে,
বাঁচবো আমি সুখে" ।
প্রভা বলে, "ওহে তিমির,
থাকো তুমি দূরে,
আমি এলে তোমার বুকে,
যাবে তুমি মরে "।
তিমির বলে,"ওহে প্রভা,
তুমি সুন্দরী ঝলমলে,
আমি কালো, তাই বলে কি,
আমায় যাও ফেলে"?
প্রভা বলে,"ওহে তিমির,
ডাকো কেন মিছে,
আমি এলেই ভয়ে তুমি,
চলে যাও পিছে "।
তিমির বলে, "আমি বিহীন,
তোমার জীবন বৃথা"।
প্রভা বলে,"আমিই উত্তম,
তুমি অধম অযথা"।
তিমির বলে,"অহংবোধ তোমার,
না পারি সইতে,
দুঃখ বিনে সুখের মূল্য,
কে বল দেয় মহীতে"?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।