অবরুদ্ধ পাখিটি
- রুহুল আমীন রৌদ্র

ব্যস্ত শহরে রাত্রি নেমে এলো,
নিশীথের ঘনকালো তিমির,
অবনীকে গ্রাস করিলো,
নিঃপ্রভ হয়ে এলো,দিবসের প্রভাটুকু,
নিস্তব্ধ হয়ে গেল চারিপাশ ।
জোনাকির প্রদীপ নিভে এলো,
কলরব মুখর বিহগগুলো,ক্লান্ত হয়ে এলো
ঝিঁঝিঁপোকার ডাক স্তব্ধ হয়ে গেল,
ব্যস্ত শহরে নিদ্রা নেমে এলো,
শুধু একটি পাখির অক্ষিতে নিদ্রা নেই,
ক্লান্তি নেই।
বিনিদ্র অক্ষিতে, নিদ্রাগ্রাস করিলেও,
তিমিরাছন্ন রজনীর হিমেল হাওয়ায়,
শুধুই ডানাঝাঁপটায় বারবার।
ক্লান্তিহীন নিশীথ প্রহরীর মত,
বুভূক্ষু নিশাচর প্রাণীর মত,
নিশীথের বিরহী ডাহুকের মত,
নিশাচর বিরহীদের সনে কথা কয়,
আর মনেপড়ে, সেই অজস্র স্মৃতিভরা,
হলুদ পাখিটির, হলুদিয়া গ্রামটি।
কোথায় সেই বৃদ্ধামাতার,
অশ্রুসিক্ত আঁচলের সুশীতল ছাঁয়া ?
কোথায় সেই স্মৃতিভরা, মায়াবী ক্ষণগুলি
কোথায় সেই ছোট্টবোনের,
আধো আধো বুলি ?
মনেপড়ে,গ্রামের পথে প্রান্তরে,
চৈত্রের প্রচন্ড রোদ্দুরে,
অবাধে থেই থেই করে,
চঞ্চল মনে ঘুরে বেড়ানো,
আর প্রলয়ের দিনে, আম কুঁড়ানো ।
কোথায় সেই স্বপ্নের ছড়াছড়ি,
প্রিয়ার উষ্ণ আদরেভরা,
স্পর্শকাতর জড়াজড়ি।
কোথায় সেই বন্ধুদের আড্ডায়,
মুক্ত উল্লাস,
কোথায় সেই মুক্ত বিহঙ্গের মত,
অবাধ বসবাস ?
আজি দূর প্রবাসে,
কারারুদ্ধ বেশে, এ জীবন,
এথায় সেই মুক্ত বিহঙ্গের ন্যায়,
উড়তে পারেনা'ক মন।
শহরের বিষাক্ত পবনে,
শ্বাসরুদ্ধ হই বারেবারে,
অবিরাম ব্যস্ততায়, কোলাহল পূর্ণতায়,
বেঁচেও যেন রয়েছি মরে ।
স্বার্থের শহরে, নিঃস্বার্থ খুঁজে পাওয়া
দায়
তাই বুঝি নিয়তির শিকল আঁটা,
এ মুক্ত পাখিটির পায় ।
আজি এ দূর প্রবাসে,
ইষ্ট লৌহ আর কংক্রিটের রাজ্যে,
অর্থলোলুপ স্বার্থ আর জুলুমের আবেশে,
মস্ত ইমারতে, যেন মুক্ত থেকেও বদ্ধ,
লক্ষ শিকলের বেষ্টনীতে,
মুক্ত স্বাধীন বিদ্রোহী পাখিটি,
যেন আজি অবরুদ্ধ ।
গ্রামের যানজটহীন মুক্ত পথ ঘাট,
উন্মুক্ত খেলার মাঠ,
অবারিত শস্যে টইটম্বুর, শ্যামল দিগন্ত,
সবুজের সমারোহ, কতই যে বিস্তীর্ণ,
খুঁজে পাইনে তার অন্ত ।
প্রচন্ড রোদ্দুরে, গ্রামের পথে প্রান্তরে,
বটবৃক্ষের সুশীতল ছায়া,
ভুলতে পারিনে, গ্রাম্য কিশোরীর
অকৃত্রিম মায়া ।
পড়ন্ত বিকেলে নদীর ধারে বসে,
রাখাল ছেলের উদাসী বাঁশির সুর,
ভুলতে পারিনে, ভরা পুকুরে
কিশোরীদের সনে সাঁতার কাটা,
আর উষ্ণ ছোঁয়া সুমধুর ।
এ প্রবাসে সবচে বেশী, মাকেই মনেপড়ে,
দিবস যামিনী তাহার তরে,
হৃদয় শুধুই পুঁড়ে।
মনেপড়ে আমায় নিয়ে,কতনা তার আশা,
মনেপড়ে গ্রামবাসীর, অকৃত্রিম
অকৃত্রিম ভালবাস ।
অর্থের টানে গ্রামকে ছেড়ে,
নিঠুর এ শহরে,
ক্ষণে ক্ষণে মনেপড়ে,
সকল স্বার্থ তুচ্ছ করে, সকল শিকল টেঁনে
ছিঁড়ে,
স্বার্থের মেকি শহর ছেড়ে,
উড়ে যাই গ্রামে ফিরে।
------০------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।