গৌরীপুর জংশনে
- আরিফুল হক দ্বীপ
গৌরীপুর জংশনে
তারে দেখি এক পায়ে,স্ট্রেচারে ভর করে
ভিক্ষে মাগে,
চোখ দুটো ওর ভীষণ মায়াবী
মায়া হলো,পকেটটা ছিলো একদম ফাঁকা
টাকাপয়সা যা ছিলো বাগিয়ে নিয়ে
গেছে বদমাশ পকেটমারেরা।
শুধু নীতুর জন্য একটা সুগন্ধ গোলাপ ফুল
হাতে থাকা
তাকে সাধতেই মৃদু হাসলো মেয়েটা।
বললো,'থাক স্যার-
এই ফুল দিয়া কি ভালা অইবো মার ক্যান্সার?'
কি শান্ত সরল উপহাসে বিদ্ধ করলো আমায়।
এই গৌরীপুর জংশনে,
সেদিন এতো মানুষের ভীড়,ট্রেনে কাটা
কার বিভৎস দেহ ঘিরে দাঁড়ানো সবাই।
চমকে যাই দেখে তার ক্ষতবিক্ষত লাশ।
সেই মেয়েটা-
যাকে দেখি একদিন স্ট্রেচারে ভর করে
ভিক্ষে মাগে মায়ের জন্য।
পকেটটা ছিলো ভারী,
দু চারটা বড় অংকের নোট দেয়া যেতো ঠিকই,
কিন্তু থাকলে কি হবে?
সেতো ছিলো না বেঁচে।
তার সেই মৃদু উপহাস এখনো শুনি তাই বাতাসে,
ট্রেনটা যখন থামে ঠিক গৌরীপুর জংশনে।
৫/৮/২০১৫
ময়মনসিংহ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।