বক ও শামুকের প্রেমে পরিণয়
- তানজির উদ্দিন
অসহ্য হয়ে ওঠে এসব প্রেমের আনাগোনা চেরা গলি
বসত ভিটার আনাচে কানাচে বংশীয় খিরিস্তির ছায়া
কেমন যেন আলো ছড়ায় ছায়ারা আজো , বসত ভিটায়
শ্রাবণের কর্দমাক্ত উঠোন এবং এঁদো পাঁকে সহস্র ঘাঁই দেয়
প্যাঁক ও কুটকুট করে খেদ পিপাসায়বিরঞ্জিত করে দেহ ।
খেলার বাচ্চারা উঠোনে নামে বারণ সত্ত্বেও
জলকন্যার জুড়ি নেই তারপরেও চলে প্রেমালাপ
শ্রাবণ আসে প্লাবনের তেজ ছড়ায় তাই উঠোনে
উঠোনে উঠোনে শামুক আর হাঁসের মিলনে আজ -
এক পক্ষীয় সমাধি রচনায় চলে বকের সারি ।
হায় হতচ্ছড়া বক
পানির বিষে শরীরে
ঝিমিয়ে পড়া দেবদূত
এখন উড়াল দিতে চায়
সহস্র কাল অবদি যা চায়নি
মৃত্যু এখন তাকে জেঁকে ধরে অশোভনে ,
বসত ভিটায় ফিরে আসে একসাথে
মরা বক এবং শামুকের গলিত দেহ ।
বালকের নিপুণ পীড়নে শামুক হয় হাঁসের খাদ্য
আর গলা কাটা হয় সাদা বকের রক্তহীন অনবদ্য ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।