গতীয় করিত্কর্মা
- তানজির উদ্দিন
ওরা ছিল অসুস্থ এবং ভুক পিপাসায় কাতর
ক্ষধা এবং অন্ন অন্বেষণের পরিধি চেনে না
যদিও এখনো ধ্রুব সত্য মনে হয় ওদের , কিন্তু
ও দিন এখন অদূরবর্তী এবং খুবই সন্নিকটে ।
এখন বাষ্পায়িত হয় ঘর্মাক্ত দেহের নিযুত গান
পিপাসায় ঘুণ ধরে অসময়ের ব্যধি হয়ত মনে হয়
পীড়াগ্রস্ততা কাকে বলে সংঙ্গাহীন পরিণামে ভুগে
সহসা -
কাকতালীয় ভাবে প্রস্থান করে কোন দৈব বাণী নিয়ে ।
যাদের জীবন ক্ষুধামন্দায় ভুগে এখনো
যারা স্বপ্ন দেখে না স্বপ্নস্রষ্টা কবিরাজে
কবিরাজের কৌশল জব্দ করে বরং তারা
স্বপ্ন খেলায় মন হারাক যদিও খেলানয় ।
সাধুবাদ ওদের জন্য , বিপরীত্য মননে
ভেঙ্গে পড়া কশেরুকায় শিলাহত বন্ধনে
খড়িমাটির প্রলেপ দিয়ে চলে অভুক্ত কাব্যে
কাব্য ও বন্ধন , খড়ি ও দেহ সমস্ত ইযেন
মোহনীয় কোন স্বপ্নের আবিষ্ট করা মূহর্তে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।