মোর শেষ শ্রাবণো বরষণে
- তানজির উদ্দিন
বাদলো বরষণো দিনের অভুক্ত প্রেম খেলায়
বালিকা মম মন্দিরো মনো মাঝে কোন বেলায় ,
চকিতে উন্মিচে যোবন বেলা
মোর প্রেম জাগিলে শ্রাবণ বেলা ।
ওরে , হেলায় নামিলে কোন বালিকা প্রথম প্রেমে
বেভোল নয়নো মাঝে দেখিনু তারে চকিত ভঙ্গিতে
বাঁধিনু বরষো জুটি নমিয়া শ্রাবণো বরণো দিনে
পাই নাই খুঁজিয়া বরষণ শেষ ক্ষণেরস্নাত বরণে ।
ভুবন ভোলানো হাসি গেল মোর বিজলিরছটায়
অদূরো ঝরো ঝরো বরষণো সঙ্গীতের বেলায়
বালিকা ,
স্নাত দিনের কুসুমো লাবণ্য লাগায়ে ললাটের মাঝে
ক্ষণিকো মাঝে নামিলে যৌবন বরষণ বিনা কাজে ।
বিমোহনে বিরস বরণ ডালায়
আজি ,
লইব কারে মেঘশূন্য এ বেলায় ।
সে নাই আজ শ্রাবণ ফুরিয়াছে
বরষ নাই ঝরো ঝরো নাহি ঝরিছে
গগণো পানে তিক্ত হাসে লাবণ্যে
গিয়াছে মোর প্রেমের বলা রিক্ত পথের অরণ্যে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।