তোরাই আমার
- আমানত উল্লাহ সোহান

তোরাই আমার তৃপ্ত ঝোনাক
ঘোর গোধূলির সাঝে,
তোরাই আমার বিশ্বাসী হাত
করাল রাতের মাঝে।
তোরাই আমার চুয়া-চন্দন
আমার ঘৃণ্য ঘরে,
তোরাই আমার হৈ-হুল্লোড়
আমার বিজন চরে ।
তোরাই আমার সন্ধ্যে-দুপুর
কিংবা রাতের কালো,
তোরাই আমার জীবন শিখায়
উম্মোচিত আলো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।