জেগে ওঠো মুসলমান
- রুহুল আমীন রৌদ্র
আজি হৃদয়ে সঞ্চিত অসীম অভিমান,
পাষাণ পৃথিবীর বুকে, মাথা ঠুকে ঠুকে,
চির এতীমের মত, কাঁদে কেন মুসলমান।
কেন নিষ্পাপ ফুলে রক্তের ছিঁটা,
কেন চূর্ণ বিচূর্ণ প্রশান্তির বসত ভিটা ?
কেন নিজ গৃহে পরবাসী মুসলমান,
কেন মুসলমানের রক্তে হোলি খেলে,
রক্ত পিপাসু শয়তান ?
কেন বারবার ওরা আঘাত হানে,
শান্তি প্রিয় মুসলমানদের প্রাণে ?
কেন মেতেছে ওরা নিধন নেশায়,
কিসের তরে,
কিসের জোরে,
মুসলমানদের বুকে অস্ত্র চালায় ?
আর কত সইবো লাঞ্চনা ?
আর কত সইবো বঞ্চনা ?
আমরা মুসলমান খাঁটি,
ওরা যতবারই হব জানোয়ার,
ততবারই পুক্ত করবো লাঠি ।
মোরা শান্তি প্রিয় মুসলমান,
মোদের কান্ডারী রাসূল,
বক্ষে মোদের অসীম শক্তিধর কোরআন।
মোরা পথভ্রষ্ট হবো না, স্রষ্টা মোদের সাথে,
লাঞ্চিত হলেও নির্ভীক মোরা, বিজয় মোদের
হাতে।
গর্জে ওঠো ওরে মুসলমান,
বাজাও রণের ঢঙ্কা,করিও না শঙ্কা,
কোন সংঘাতেই,
স্রষ্টার প্রতি বিশ্বাস রাখো,
বিজয় পেয়ালা মোদের হাতেই।
-------০------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।