কাব্যময় প্রেম প্রতীক্ষা
- তানজির উদ্দিন

লালন পালনে কাব্যময় প্রতীক্ষা
আর গীতিময় লহর খেলে চলে
যেমন -
ঘরে ঘরে প্রেমের ভূমি
বারে বারে নাইরে তুমি
খুঁজে খুঁজে প্রেমের ডুরি
মরি মরি আহা মরি !
নতুবা -
আমার পালনে যে কাব্য
তারে আমি করি অনবদ্য
প্রতীক্ষায় আধো বাক্যে
বিনম্র ক্ষণের লহর খেলে ।
লালন পালনে কাব্যময় ঔদার্য্য
সীমাহীন সে পীড়নে শিরোধার্য
অসংকোচের প্রেমকাব্য কাব্যময় দ্যুতিতে লহর খেলে চলে
কোন এক সীমাহীন নশ্বর গগণ পানে , এক ঔদার্যময় গীতি ।
হোক কাব্য প্রেমের লহরের খেলনা
আর প্রেম হোক ঔদার্যের চিরন্তনী
ভাষাময় লাবণ্য জাগ্রত হোক বিধ্বংসে
উথানের পর ধ্বংসের বংশীয় জৌলুসে ।
প্রেম কাব্যেই থাকুক কাব্যময় প্রতীক্ষায়
আজ , বিকল হোক প্রেম ডুরি অবসাদে
ঘরের প্রেম ভূমি রক্তাক্ত হোক প্লাবনে
পক্ষাঘাতগ্রস্ততায় বিষাদের অন্তিমতা
অন্তহীন লাবণ্যে অন্তর্লীণ প্রতীক্ষা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।