গৌরবে সপ্তর্ষী
- তানজির উদ্দিন

ভাঙ্গা ঘরের চালার ফুঁটো দিয়ে
উঁকি দেয় সপ্তর্ষি চাঁদ
উজান খেলায় বরণের পিঁড়োয়
পরথম আধখান বাঁধ
নশ্বর হয় দেহ
এবং তা অহরহ ।।
বাল্য বেলার স্মৃতি উদিতে দিকচক্রবালে
ঘরের সপ্তর্ষি চাঁদ বাঁধে না রাষভ তালে
বিবর্ণ হয় কাহিনী কাব্য রচনায় মৃত্যু গত্
অকাল পিয়াসে নরখাদক একলা রচে গত্।
বাকবিতন্ডায় লজ্জা ঘেরে সপ্তর্ষি চাঁদের গালে
চুপি চুপি তবু উঁকি দেয় ঘরের ফুটোয়, চক্রবালে
চাহি দূর চক্রবালে
হেথা কি চন্দ্রিমা
অকাল কাব্যের পথ
মৃত্যুহীন ঘরের ফুটোয় ফুত্কারিয়া চলে ?
অকাল খেলার বিভত্স্য অভিমানে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।