সেই ছেলের কথা বলছি
- পথিক সুজন

সেই ছেলের কথা বলছি
---
--------সুজন হোসাইন
---
আমি সেই ছেলের কথা বলছি......
ঢাকার রাজপথে দীর্ঘ য্যামে পর্বতসম
গাড়ির ধারে-ধারে ঘুরে বেড়ানো
ছেলের কথা বলছি ।
যার কি-না দু'টি টাকা পেলে'ই মুখে
ফুটে ওঠে পূর্ণিমাচাঁদের হাসি ।
যা অন্তর দিয়ে উপলদ্ধি না করলে
বোঝা যায় না সে হাসি কতটা তৃপ্তিদায়ক ।
আমি সেই ছেলের কথা বলছি......
সারাদিন খর-রৌদ্রে পুড়ে-পুড়ে
হাতের বাউন্ডারিতে কয়েকটি ট্রি-শার্ট,
আর কিছু হালকা কসমের্টিক্স ফেরি
করে দিন শেষে পেট পুরে ডাল ভাত
ব্যবস্থা করা ।........
আমি সেই ছেলের কথা বলছি......
ভোর হতে না হতেই ভ্যানে করে
সবজি বিক্রির প্রতিযোগিতায়...
মৃত লাশ হয়ে ফিরে আসা...
জীবন সংগ্রামের পথে..... ।
আমি সেই ছেলের কথা বলছি......
গ্যারেজ থেকে গ্যারেজে খুঁজে বেড়ানো
হাজারো কঠিন কাজের মাঝে
একটু মহানুভবতার ছায়া ।
হ্যঁ আমি তো সেই রাকিবের কথা বলছি...
আমি তো সেই রাজনের কথা বলছি...
আমি তো সেই ছেলেদের কথা বলছি...
যাদের অধিকার এখনো মানবতার
কুর্নিশে মাথা ঠুকে মরছে বিচারের আশায় ।
---
05/08/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।