মাগো শুধুই তোমার তরে
- রুহুল আমীন রৌদ্র

ওগো বাংলা মা,
দুর্দান্ত তোমার চলার পথে,
ক্ষীণস্রোত হয়ে মিশেছি,তোমার সাথে।
তোমাতে মিশেই গাই,সত্য ন্যায়ের গান,
আমি যে তোমার,হারিয়ে যাওয়া,
মুক্তিপাগল সেই সন্তান।
মাগো,শুধুই তোমার তরে,
বুলেট বিঁদ্ধ বুকে,কতবারই যে মরেছি, হাসিমুখে,
বাহান্নে,উনসত্তুরে
একাত্তুরে।
কতবার হায়েনা,আঘাত হেনেছে বুকে,
তবুও শুধুই তোমার তরে,তড়তড়ে রক্তের
স্রোতে,
রাজপথ রাঙিয়েছি,
জীবন বিলিয়েছি হাসিমুখে।
শুধুই তোমার তরে,
রাজপথে কতবারই,লুটিয়েছি মাথার খুলি,
হারিয়েছি সম্ভ্রম,থমকে গেছে দুগ্ধের শিশুর
আদো
আদো বুলি।
ভেঙেছে বৃদ্ধ পিতার মেরুদন্ড,
হাসিমুখে বরণ করেছি,কতবারই নির্মম মৃত্যুদণ্ড।
শুধুই তোমার তরে,
কতবারই ঝাঁপিয়ে পরেছি,মরণপণ যুদ্ধে,
হাল কিংবা কলম ছেড়ে,
তবুও তোমাকে দেই নি'ক নিতে,মোদের হতে
কেঁড়ে।
বাহান্নের একুশেতে,
আমরাই মরেছি।
ঊনসত্তুরের গণ অভ্যুত্থানে,
আমরাই মরেছি।
একাত্তুরের পঁচিশে মার্চে,স্বশস্ত্র মুক্তিযুদ্ধে,
আমরাই মরেছি বাংবার।
আমরাই উড়াই বিজয় কেতন,আমরাই ঊষার অরুণ,
আমরা যে তোমার,
চির চেতনাময়,জাগ্রত তরুণ।
আমরাই বারবার জন্মিবো,শতবার মরিবো,
শুধু এটুকুই চাই,
শতবার জন্মিলেও,তোমার বুকে মেলে যেন ,
চির প্রশান্তির ঠাঁই।।
-----০-----
রচনাকালঃ২৫/০২/২০১৩ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।