একটি পতাকার তরে
- রুহুল আমীন রৌদ্র

হে বিশ্ব তাকিয়ে দ্যাখ,বাঙালিরা রক্ত দিতে জানে,
মাতৃভূমির তরে,টগবগে রক্ত বাঙালির
প্রাণে প্রাণে।
ন্যায়ের তরে উল্লাসে উচ্ছ্বাসে, ভরে রক্ত
সমুদ্রতল,
দেশের তরে,ভাষার তরে,এত রক্ত কে
দিয়েছে বল।
এত রক্ত এত প্রাণে,মুক্তির গানে গানে,পূণ্যভূমির
স্নান,
কে দিয়েছে?কোথায়? রক্তেভিজিয়ে
মাতৃভূমির এত সম্মান?
মোরা বিশ্বের বুকে চির দুঃসাহসীক, তাজা তাজা প্রাণ,
কে দিয়েছে?কোথায়?ত্রিশ লক্ষ প্রাণ,দু' লক্ষ
সম্ভ্রম
সয়ে দুঃসহ্য অপমান?
শহীদের তেজস্ক্রিয় রক্তে,উর্বর বুঝি,এ বঙ্গ
শ্যামলীমা উদ্যান,
একটি পতাকার তরে,নির্ভীক চিত্তে,কে দিয়েছে,
এত তাজা তাজা প্রাণ?
আজ বিজয়ের উল্লাসে মেতে,গেয়ে যাই সেই,
অমরাত্মাদের গান।
-----০-----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।