স্ত্রী
- আরিফুল হক দ্বীপ
ভোর হয়ে গেছে,
চলে যেতে হবে তাই আমার,তোমার দিকে
ফিরে তাকাতেই-
কি অদ্ভুত কান্না শুরু করে দিলে জড়িয়ে দুহাতে,
'কেন কাঁদো মেয়ে?যাবো না তবে?
আসবোই আবার,শুধু তোমার জন্যই বুকে অজস্র
ভালোবাসা জমিয়ে নিয়ে আসবো দেখো,
কেঁদো না তুমি আর।'
আঁচলে চোখ মুছলে,
বললে,'তবে ক্ষমা করেছো তো?কালযে অভিমানে
ভাতের
থালা কেড়ে নিয়েছিলাম তোমার,
মন খারাপ করেছিলে তুমি।'
বললাম হেসে,'একটুও না,আর যদি করেই থাকি
তবে সব
দুঃখ ব্যথা তুমিইতো মুছে দিলে এই রাতে
ভালোবেসে,হেসে-
আমিও তো তুলেছি তার কিছুটা শোধ।'
দুয়ার ছাড়ার বেলা-
আর একবার ভরিয়ে দিলে ইন্দ্রিয় ওই ঠোঁটে
চুম্বনে চুম্বনে,কতোটা পথ এগিয়ে দিলে তারপর,
রিক্সায় উঠে বসতেই চোখ কেমন ঢেকে নিলে আঁচলে,
বাকীটা পথ তুমিহীনা সাথী,পুড়িতো আমিও কঠিন
অনলে।
৭/৮/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।