শেষ ইস্টিশনে
- আরিফুল হক দ্বীপ

হাতে তোমার মেহেদী রং,
অনামিকায় আংটি সোনার।
গত শনিবার,
নিজের হাতেই দিয়েছিলে তুলে-
কার্ড বিয়ের।
এখন আমি পুরোপুরি স্বাধীন,
তোমার জন্য আর থাকা হবে না
তবে পথ চেয়ে,
ভুলেও কখনো দুঃখ পেয়ে এখন
হবে না ফেলা একফোঁটা
চোখের জল।
এইযে আমি কেবিনে নাভিশ্বাস
এখন,এসে গেছি জীবনের
শেষ প্রান্তে-
তোমার ওমন শুশ্রূষা পেয়েও
কখনো খুব আবেগী বালকের মতো
জড়িয়ে ধরে একা বলা হবে না এখন
'এসেছো তুমি জানু,তোমার জন্য
কেঁদেছি কতো,চলে যেতে
পারলে এভাবে অভিমানে?'
এখন আমি বড়ই ক্লান্ত,এখন
আমি দাঁড়িয়ে জীবনের শেষ ইস্টিশনে।

৮ আগস্ট২০১৫ইং
২৪ শ্রাবণ ১৪২২বাং
সিবিএমসিবি,ময়মনসিংহ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।