কঠিন প্রেমিকা
- আরিফুল হক দ্বীপ

কি বলেযে তোমার ভাঙ্গাবো অভিমান,
যদি বলি,কঠিন অসুখে ধরেছে
বিছানায় সাতদিন।
খাওয়ায় অরুচি,জ্বর,বমি
নাকে নল-
ডাক্তার বলেছে,'অবস্থা গুরুতর।'
তবুওতো আসবে না তুমি,
গলা বাড়িয়ে বলবে,'আবার মিথ্যে কথা।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।