ভালোবাসার শপথ
- আরিফুল হক দ্বীপ

রোজ রাতে মিথিলা,
কাছে এসে কি যেন একটা বলতে চায়,
বলতে পারে না।
সেদিন জ্বরের ঘোরে প্রলাপ বকছে,'তুমি
আর একটা বিয়ে করো সমীর,
দেখলে না ডাক্তার কেমন ফেলে দিলো জরায়ু
এখন আমি কি আর আগের মতো আছি বলো?'
মিথিলা হয়তো ভুলে গেছে সে রাতের শপথ,
বুকের পাটাতনে শক্ত করে ধরে বলেছিলাম-
'তুমি শুধু পাশে থেকো মিথিলা,দেখো
থেমে যাবো না কখনো জীবনের রুক্ষ পথে,
তুমি শুধু ভালোবেসো
দেখো,স্বর্গ থেকে নেমে আসুক তারপর
সহস্র অপ্সরা,রুপের দেবী
ভুলেও কখনো নড়বো না এক চুল
তোমার বাহুর বাঁধন হতে।'
আমাকে তুমি চিনতে পারলে না প্রিয়তমা
আমি তোমার সেই সমীর,
যে তোমার এঁটো ভাত খাওয়ার লোভে ছুটে আসে
দুপুরে,অফিসের মজাদার আইটেম ফেলে-
সে তোমা বিনে আর কাকে বলো ভাববে জীবনে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।