ডক্টর ইট নোস(ডাক্তার জানে)
- আরিফুল হক দ্বীপ

কি এমন সংশয় মনে,
তুলতে যাই আমি,বাঁধা দিতে চাও-
জানতে চাইলাম,'লজ্জা?'
মাথা নেড়ে না বললে।
'তবে?'
হঠাৎ ঝড়োবেগে পায়ের কাছে
এসে পড়ে-
কাঁদলে সরল বালিকার মতো।
'কেন কাঁদছো তুমি?'
এবার বললে কাঁপা গলায়,
'বিশ্বাস করো,আমি নই ওমন মেয়ে।'
মুখ তুলে চোখে মুখে
আদর করে বললাম,'জানি পাগলী,
তুমি ওমন নও-
আর আমিতো নই মূর্খ,গেঁয়ো ভূত,
দোষ দেবো তোমায় ওদের মতো
বলবো অসতী,নোংরা মেয়ে।
জানতো-
বছর তিন আগে করেছি পাশ ডাক্তারী।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।