মানবতা গুমরে কাঁদে
- পথিক সুজন

মানবতা গুমরে কাঁদে
---
--------সুজন হোসাইন
---
বাংলার পথে ঘাটে পান্তরে পান্তরে
ঢের আগেই নেমেছে অপারাহ্ণ;.....
জলের কিনারে রক্তাত্ত সবুজ ঘাসে
বিকেলের একচিলতে রৌদ্র হাসে ।
উত্তেজিত না হয়ে দেখে ক্লান্ত জনগণ
চর্মচক্ষস্থির--হৃদয়ঙ্গম করার শক্তি
হয়েছে হরণ ।
কোথাও শান্তি নেই ;নেই কোনো
উদ্দীপ্তিত্ত
অন্তহীন মৃত্যুর খেলায় নেই কারোর
দ্বিরুক্তি ...।
মৃতের আতঙ্কে আজ নিরীহ নিরাশ্রয়......
নিরুত্কীর্ণ মাঠে চলেছে সূর্যাস্তের পথে ।
বায়ান্ন,ঊনোসত্তর,একাত্তর সেই থেকে
অবধি......
অপমৃত্যু,নৈরাজ্য,নৃশংসতায় ছেয়ে গেছে
অন্ধকার রাত্রি ।
তবুও মিথ্যে হয় মৃতের দেহ ছাড়া নরকংকাল
.....
ভ্রান্তিবিলাসে আচ্ছন্ন নীল সাগেরর
উত্তাল ।
মৃতের স্রোতে ভোরের সূর্য আজ
অস্তগামী পথে ...
রক্তের স্তূপের চাপায় মানবতা শুধু আজ
গুমরে কাঁদে ।
---
08/08/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।