নর্তকী,কাড়িলো মন
- আরিফুল হক দ্বীপ
সবাই যাচ্ছে চলে যে যার মতো ঘরে ফিরে,
নর্তকীর দেহ ঝাঁকুনির শিল্প দেখে
আত্নার তৃপ্তি মিটিয়ে ফিরে ঘরে।
আর আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি এখানে
ওই নিবিড় মঞ্চের
সম্মুখ ময়দানে,
তারে দেখি আবার নীল বর্ণের লেহেঙ্গা জড়ানো,
এখনো তার নূপুর,কাচের চুড়ির শব্দ কানে।
যেন তার প্রতি শব্দ,নিঃশ্বাসের তরঙ্গ এ হৃদয়
যায়,নাচিয়ে যায়-
পেছন থেকে কেউ এসে হঠাৎ কাঁধে রাখলো হাত।
'কে?কে?'
'কি হলো তোর,কি ভাবছিস?চল্ ফিরে যাই বাড়ি।
চিনতে পারলি না?আরে আমি পরশ,তোর সঙ্গেইতো
ছিলাম।'
জানতে চাইলাম,'সে কখন গেলো?
এইতো একটু আগেওতো এখানে ছিলো।
টিকলী নামের মেয়েটা?যে আমার কাড়িলো মন।'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।