নষ্ট হয়েছি
- আরিফুল হক দ্বীপ

'ছি,ছি,তুমি এমন খচ্চর হলে কবে থেকে?'
'যেদিন থেকে তুমি অন্যের হয়ে গেলে
ভুলে গেছি তারপর
সব ধর্ম কর্মের আইন কানুন,
ভুলে গেছি নরসুন্দরের দোকান
ত্বকে ধাতব জিনিসের ব্যবহার।
ভুলে গেছি পরিচ্ছন্নতার সংজ্ঞা-
একটা জামায় ঘামে,বৃষ্টিতে ভিজে
ছিঁড়ে গেছে,
পাগল বনে মারও খেয়েছি কতবার
নষ্ট করে দিয়েছি আমি এই নিজেকে।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।