পরিভ্রমিত ভ্রূণ
- রুহুল আমীন রৌদ্র
মহাকালের ঘণীভূত জলরাশি,
নিশীথের গহীন অন্ধকারে,পিচ্ছল শ্লেষ্মার পথ ধরে,
মোহনায় এসে ফেনায়িত।
মাতৃমৃত্তিকায় পতিত হয়ে,তিল তিল করে,
মোহনার সেই ফেনায়িত জল,বিন্দু হতে সিন্ধু।
অন্তরালের ভ্রূণ,অবনীর প্রবল বাঞ্ছায়,
মাতৃমৃত্তিকা ভেদি,
অবনীর পবন আর অংশুমালীর পরশ লভিলো।
অবনীর পৃষ্ঠে অঙ্কিত হল পদচিহ্ন,
কোন এক অনন্ত চলন্ত মুসাফির।
কালের প্রবল স্রোতে বসুধার বক্ষে,
ক্ষণিক বিশ্রাম।
এথা সে উষ্ণ শীতল পরশে,
ভুলে গেল প্রবাহতার ক্লান্তি।
সেই মুসাফিবৃক্ষের মাঝেও এলো,ফুল ফল ফসল,
মহাকাল মহাস্রোত।
বিশ্রাম অন্তে অবনীর ক্লান্তি লয়ে,ছুটে সে,
ফের মহাকালের মহাস্রোতে.......।
আর অবনীর প'রে রেখে যায় কতক,
পরিভ্রমিত ভ্রূণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।