জীবন এখানে এমন কেন ?
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
এখানে জীবনটা এমন কেন ?
যখন রাত আসে তখন
থেমে আসে পাখ পাখালির ডানা,
আর গোয়ালের গরুগুলো
অনবরত হাম্বা হাম্বা করে|
চাঁদনী রাতে সভা বসে
ঘরের সামনের এ উঠোনে-
এখানে জীবনগুলো এমন কেন ?
প্রভাতের রবি হাতছানি দেয়ার
আগেই
খুপড়ির মতোন ঘরগুলো থেকে
একেকটি সন্ধানী মুখ জাগে,
গোয়াল হতে বের হয়ে আসে গরু
ছাগল গরুর মহাসমাবেশে-
মানুষের সাক্ষাত্ রচনা করে
অবিরল প্রীতির বর্ষণে|
উন্মুখ মুখ গুলো অপেক্ষায় থাকে
সময় যায় না তবু-
জীবন ধেয়ে চলে অবিরাম বেগে
জীবন এখানে এমন কেন ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।