পাহাড়িয়া মেয়ে
- রুহুল আমীন রৌদ্র
সহস্র জনম ধরে, অজস্র জনপদ ঘুরে,
করছি যাঁর অন্বেষণ,
ওহে পাহাড়িয়া মেয়ে,
তোমার মাঝেই খুঁজে পেল মন,
তাঁর দর্শন।
যে বারিধারা আজন্ম তৃষ্ণায় ভরা,
পাড়ি দিয়ে সহস্র তটনী সিন্ধু,
তোমার মোহনায় মিশে তৃষ্ণা বিলীন,
ওগো ষোড়শিনী,
ওগো মনোহরণী,
ওগো সুপ্তমধুপূর্ণা,
ওগো অনন্ত যৌবনা,
ওগো প্রিয়বন্ধু।
ওগো মোহনার পাহাড়িয়া মেয়ে,
অতৃপ্ত প্রখর তৃষ্ণার্ত হিয়ে,
প্রেমোতৃষা দাও মিটিয়ে।
পাহাড়িয়া নির্ঝর হয়ে মিশো মোর,
প্রেমো পারাবারে,
সাজাবো সুখের জীবন,
স্বর্গীয় সুধায় ভরে দিবো তোমার ভূবণ।
আমি শ্রান্ত প্রান্ত পথিক এক,
সহস্র জনম ঘুরে,
তোমার মাঝেই পেয়েছি বটবৃক্ষের ছায়া,
বেঁধে রেখো তোমার কুন্তলের,
আমার প্রমো মায়া।
তুমি আমার সহস্র জনমের সাধনালব্ধ ধন,
তাই বুঝি ক্লান্ত এ পথিকের সনে,
মিশেছে তোমার মন।
ওগো পাহাড়িয়া মেয়ে,
তোমার মনের পাহাড় বেয়ে,
নির্ঝরের মত বয়ে যাবো, অনন্তকাল ভরে,
শুধু আমায় ফেলে যেও না,
বুকে রেখো ধরে।
----০----
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।