স্মৃতির পাতায় প্রথম রেখাংশ
- রুহুল আমীন রৌদ্র
আচ্ছা,
বেশ!
না হয় থেকেই গেলাম,
না হয় কালকেই বাড়ি যাবো।
তবে এই বৃষ্টিভেজা রজনী,
কোথায় থাকবো?
কেন?বেডরুমে।
ফুফু থাকবে মায়ের সাথে,
আর তুমি....................!
ইশরে!
তুমি কি সেই আগের মতো,
পিচ্চিটাই রয়ে গেছো?
যে,তোমাকে আগের মতো,
জড়িয়ে......................।
সময় যে পাল্টে গেছে,
আমিও যে বড় হয়ে গিয়েছি!
থাকই না হয় জড়িয়ে,
একটি রাতই তো?
বাহিরে বৃষ্টি হচ্ছে অঝরে,
তোমার মন ভরে দেবো,
আদরে আদরে।
তোমার রক্তজবা ঠোঁটে,
আদর করে একটি......!
ইশরে!
শখ কতো?
না হয় তোমার,
যৌবন দিঘিতে ফোঁটা,
কোমল রক্তকমল দুটি,
একটু..................!
ইশরে!
শখ কতো?
থেকেই যখন গেলে,
বরষার এই রিমঝিম রজনীতে।
পাশে থাকলে,
ক্ষতি কি?
ইশরে!
ক্ষুধার্ত বাঘ্রের গৃহে,
জ্যান্ত হরিণীর শোভা মেলে কি?
কেন?
হরিণীটিও যে ক্ষুধার্ত,
জ্যান্ত বাঘটিরে,
গিলে খেতে!
ইশ!
সত্যিই তুমি বড্ড পাজি,
তোমার সনে পারিনে।
আচ্ছা,
না হয় তোমায়,
উপহার দিলাম,
রিমঝিম এ রজনীটি!
নাও, এ রজনী,
আজ শুধুই তোমার!!
স্মৃতির খাতায়,
শুভ্র পাতায়,
চির অমর করে রাখবো,
আজিকের এ রজনীতে,
তোমার আঁকা,
প্রথম রেখাংশটি.....।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।