তোমায় মনে পড়ে
- আরিফুল হক দ্বীপ
তোমায় মনে পড়ে,
ঘুমোতে গেলে,হাঁটতে বসতে
খাবার টেবিলে,চায়ের কাপে
তোমায় মনে পড়ে।
সকালের কাগজে,প্রেমের কবিতায়
তোমায় মনে পড়ে।
হঠাৎ অসুস্থ হলে,জ্বর অস্থির ঘোরে
তোমায় মনে পড়ে।
রিমঝিম বরষায়,চৈতালী দুপুরে
বটের ছায়ায় এসে-
তোমায় মনে পড়ে।
চাঁদের জ্যোৎস্নায় মনে পড়ে,
ঝিকিমিকি রোদ্দুরে তোমায় মনে পড়ে।
পাতার নৃত্যে,নদীর কাঁপনে,
পাখির কলতানে,ফুলের বনে
তোমায় মনে পড়ে।
তরুণী কেউ আলতা পায়,মেঠোপথে
নীল শাড়ি পড়ে হেঁটে গেলে
তখনো কেবল তোমায় মনে পড়ে।
১১/৮/২০১৫
২৭ শ্রাবণ,১৪২২বাংলা
ময়মনসিংহ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।