শ্রমজীবীদের গান
- রুহুল আমীন রৌদ্র

গাহি তাঁদের মহানুভবতার গান,
যাদের শ্রমে ফুলে ফসলে,
ভরে ওঠে, অসাড় অবনীখান।
প্রখর রৌদ্রের খরতাপে,
কুচঁকে গেছে, যাদের দেহখান,
আমি গাহি তাঁদেরি জয়োগান।
যাদের শ্রমে ঘামে,তিল তিল করে,
গড়ে ওঠেছে এ নব সভ্যতা,
ক'জন বলো ভাবে তাঁদের কথা?
দিনান্তে যাদের জুটেনা'ক,
দু' মুটো পান্তাভাত,
অনাহারে অর্ধাহারে,কেটে যায় রাত!
সুখের রজনী নির্ঘুম কাটে,
ক্ষুধার তপ্ত অনল,
যাদের পেটে।
আমি গাহি তাহাদেরই জয়োগান,
খ্যাতির মুকুট পদে দলে,
লুটিয়ে তাঁদের পদতলে,
দিয়ে যাই তাঁদের শ্রমের সম্মান।
ওরা বড়ই অসহায়,
তবুও মহত্ব,সত্য ন্যায়ের বীজ,
ওদের হতেই অঙ্কুরায়।
ওদের শ্রমের প্রভায় প্রস্ফুোটিত হয়,
সভ্যতার নব দিক,
ওরা সরল,তবুও নির্ভীক,
সত্য ন্যায়ের প্রতীক।
ওরা কৃষক, শ্রমিক, শ্রমজীবী,
সভ্যতার সংস্কারক,
ওরা কলম খুঁচিয়ে লোটে খায় না,
ওরা সত্য সাধু পুরুষ, সভ্যতার ধারক,বাহক।
আড়ম্বর পোশাকে, ওরা কারা?
যারা নাক ছিঁটকে যায়,ঘর্মের দুর্গন্ধে?
এ উদার শ্রমজীবীদের পিষ্ঠে পদ রেখে,
উপরে উঠতে চায়,
ওরা কারা?
ওরা লেফাফাদুরস্ত।
ওরা কারা?
যারা লাথিমারে,
এ মহান শ্রমিকদের পেটে?
আমি বলি ওরা নপংশুক,
ওরা দায়উস,
ওদের তরে স্বর্গ হারাম।
ওরে শ্রমিক মজুর,ওঠে দাড়া,
আর লাথি খাসনে।
তোদের হস্তে গড়া,এ সভ্যতা তরী,
লুটে খাচ্ছে কোন ঘূণে?
জ্বালা মশাল,
ঢেলে দে সত্য ন্যায়ের প্রতিবাদী গরল,
দেখি আজি,
কোথায় পালায় সেই ঘূণ পোকারা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।