ক্ষুদিরাম …
- সৌম্যকান্তি চক্রবর্তী
দেশমাতৃকার তরে অক্লেশে -
দিলে ফাঁসির মঞ্চে প্রাণ ...
মৃত্যুদিবসে তোমায় জানাই
শ্রদ্ধাপূর্ণ প্রনাম !
প্রাণসংশয়ে জন্মবেলায়
জননী করেছে বিক্রি ..
তবু তুমি বিপ্লবী হয়ে
নিয়েছ প্রাণের ঝুঁকি ...
দেশকে মুক্ত করার কাজে
অস্ত্র নিয়েছ হস্তে ...
ভুল করে মারো ফিরিঙ্গিনী
মরলে হাসতে হাসতে ..
ইংরেজ তবু করেনি গো দয়া ..
দেখেনি বয়স তোমার !
প্রতিশোধ নিতে দিয়েছিল ফাঁসি --
করেনি ক্ষমা যে আর ---
যে ক্ষুদ নিয়ে তোমায় বেচে
নাম দিলো ক্ষুদিরাম ...
সেই মায়ের প্রতি ও জানাই
আমি শতকোটি প্রণাম ...
হে দেশপ্রাণ বীর হয়েছ শহীদ --
পরাণ কাঁদে আজো ....
স্বাধীন ভারতীয়ের মনে যেন
চিরটা কাল বিরাজো !
দেশকে ভালোবাসবে বলে -
শপথ নিয়ে চলেছ পথ !
বাংলা মাকে স্মরণ করে
টেনেছ স্বাধীনতার রথ ...
তোমার মত শহীদ রক্তে
এসেছে আজ স্বাধীনতা ..
দেশবাসী যেন মনে রাখে ,
তোমার বলিদানের কথা !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।