বৈকালের হাওয়া
- শাওন সারথি - উড়ন্ত ভাবনাগুলো

বৈকালের হাওয়ার মতন
হৃদয়ে করিয়াছি তোমায় যতন।
হাওয়ায় হাওয়ায় মেলিয়াছি ডানা,
আকাশ ছোঁব তার নেইকো মানা।
ছোঁব আমি তাহারেই জানা,
গহন দ্বারে যে দিয়াছে হানা।
বৈকালের শেষে সন্ধ্যার আকাশে
সপ্নিল তারায় হব তাহার প্রকাশে।
আকাশের গায়ে দেব আমার দেখা
হাজারো তারায় যখন থাকবনা একা!
খুঁজে নিও তখন তাহাদেরই মাঝে
ঝাপসা রাতের এই অন্ধ সাঁঝে।
চোখের আলোয় এই রঙ্গিন সাজে
শূন্য হাওয়ায় যে সুর বাজে,
শুনাব তোমায় সেই গোপন বাসনা
আঁধারের মাঝেই যে আলোরই কামনা,
খোলা জানালায় পাওয়া হাওয়ারই ভাবনা।
তোমাকেই করিব এই সবকিছুর পাওয়া,
যদি তুমি হউ তার এই অনুভব
আর আমি বৈকালি হাওয়া!

.......শাওন সারথি২.৯৬৫'......


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।