বউ
- আরিফুল হক দ্বীপ

তোমার বাপে আসলো হেথা,
নাইয়র নিতে তোমায়,
এই কটা দিন থাকবো কেমনে
আমায় বড় ভাবায়।

তোমার হাতে ভাত না খেলে
সারাদিনটাই মাটি,
তোমার গালে চুম না খেলে
বুকটা ফাটি ফাটি।

তোমার চলায় হৃদয় নাচে,
কথায় মিষ্টি দই,
বাপের বাড়ি গেলে তুমি
দইটি পাবো কই?

গরম দিনে ছায়া তুমি
শীতে ভারী কাঁথা,
ফুলের বনে যাই না আমি
আঁচলেই তোমার গাঁথা।

তোমার হাসি বেহেস্ত আমার,
তোমার কান্না দুখ।
তাইতো তোমায় দিলাম যেতে
পাও যেন বউ সুখ।
---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১২-০৮-২০১৫ ১৪:২৯ মিঃ

বাহ!

১২-০৮-২০১৫ ১২:৩৭ মিঃ

বা!! চমৎকার.....