ভুলে থাকার নাম কি জীবন
- আরিফুল হক দ্বীপ

সবাই বলে ভুলে যেতে
যে গেছে চলে তার স্মৃতি সব
ডাস্টবিনে ফেলে দিতে।
সে কি হয় বলো?
ভুলে থাকার নাম কি জীবন?
কষ্ট যা থাকুক লেখা হৃদয়ে
তবুতো তারই ছবি এই মরমে
বারে বারে হেসে খেলে
লুটায় পড়ে বুকে,বাহুতে
খুনসুটিতে কাটায় দিন,রাত-
তাইতো ভালো,তবুতো বেঁচে আছি।
ভুলে থাকার চেয়ে এই কষ্টটুকুও
হয়তো অনেক সুখের।
ভুলে থাকার নাম কি হতো জীবন?

১২/৮/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।