কথোপকথন
- আরিফুল হক দ্বীপ

-মিথিলা?
-হুঁ,বলো?
-আমায় বিনে তুমি নাইয়রী হয়ে বলো
থাকবে কতোদিন?
-যতদিন তুমি থেকেছিলে ওই দূর পরবাসে
আমায় বিনা,ঠিক ততোদিন।
-শোধ নিতে চাও?
-শোধ নয়,বুঝতে চাই আপন মানুষটা
ছেড়ে থেকে কতোদিন সুখ পাওয়া যায়।
-একটি রাতও কাটবে না,মনে হবে পৃথিবী ছেড়ে
ওই সুদূর প্লুটোতে গেছো বেড়াতে,আর শুধু কষ্ট
আর কষ্ট-সইতে পারবে তুমি?
-তুমিতো পেরেছিলে সমীর,আমিও পারবো।
-অভিমান?
-বোকা,কবে করেছিলাম?সেই লাল শাড়ি পড়ে
থাকার রাত্রি থেকে এখনো...
-চুমুগুলো দিবে না সুদে আসলে?
-গুনে রেখো দিন আর জমিয়ে রেখো তৃষ্ণা,
-মরে যাবো যে,বলো এসে যাবে খুব ত্বরা?
-আনতে যেয়ো তুমি।
-তাহলে বলো পিঠা পায়েসের লোভ দেখিয়ে
রেখে দিবে না আবার দু তিনটা দিন?
-ঠিক আছে পাগল,এবার স্নান সেরে আসো
অফিসে যাবার সময় হলো আবার,
নাশতা করবেতো,
-এই ঠোঁটটা বাড়াও,আমি নাশতা করবো,
কি,বাড়াও?
-অসভ্য!
আরে দিচ্ছিতো,(হেসে)পাগল স্বামী আমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।